কোভিডের মৃত্যুমিছিল আরও লম্বা, হু জানাল

কোভিডের মৃত্যুমিছিল আরও লম্বা, হু জানাল

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৭ ডিসেম্বর, ২০২২

মহামারীর প্রথম দুবছরে ঠিক কতজন মানুষ মারা গেছেন? বিভিন্ন দেশের সরকারি হিসেব অবশ্যই আছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, মৃতের সংখ্যাটা আসলে তিনগুণ বেশি।
তাহলে এই বাড়তি মৃত্যুর রহস্যটা কোথায়? একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনও বিশেষ জনবসতিতে কতজনের মৃত্যু হতে পারে আগেভাগেই তার একটা হিসেব থাকে। ঐ হিসেবের চেয়ে যত বেশি মানুষের মৃত্যু হয়, সেটাই এক্সেস ডেথ বা বাড়তি মৃত্যু।
গবেষক দলটাতে চিকিৎসক বিজ্ঞানীদের পাশাপাশি সংখ্যাবিদও ছিলেন। ওনাদের দাবী, সবচেয়ে সঠিক অনুমান তাঁদের গবেষণাতেই আছে। কোভিড বা কোভিডের সাথে জড়িত মৃত্যুর সংখ্যাটা অনেকটাই নিখুঁতভাবে করা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, সরকারি উৎস থেকে যা তথ্য পাওয়া গেছে তাতে গুনতি কম আছে।
এমনকি যেসব দেশে সব মিলিয়ে মৃত্যুহার সঠিকভাবে মাপা হয়েছে, সেখানেও কিন্তু বাড়তি মৃত্যুর সংখ্যাটা উপরের দিকেই। সেখানেও কোভিডে যত মানুষের মৃত্যুর তথ্য সামনে এসেছে সেটা অপর্যাপ্ত। অস্ট্রেলিয়াতে প্রথম আট মাসে বাড়তি মৃত্যুর হার ছিল ১৩% এর আশেপাশে। অ্যাকচুয়ারিস ইন্সটিটিউটের সর্বশেষ গণনা তা’ই বলছে।