কোভিড পরীক্ষার নতুন পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রে

কোভিড পরীক্ষার নতুন পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ এপ্রিল, ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হলো কোভিড পরীক্ষার নতুন একটি পদ্ধতি। যার নাম ইন্সপেক্ট আইআর কোভিড-১৯ ব্রেথালাইজার। এতদিন যে পদ্ধতি চালু ছিল তা হলো- আরটিপিসিআর ও র‍্যাপিড পদ্ধতি। দুটি ক্ষেত্রেই লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হতো। নতুন পদ্ধতিটি তা থেকে একেবারেই আলাদা। এই পদ্ধতিতে বিশেষজ্ঞদের উপস্থিতিতে একটি নির্দিষ্ট যন্ত্রে শ্বাস ছাড়তে হবে বা ফুঁ দিতে হবে। নিশ্বাস পরীক্ষা করেই যন্ত্রটি জানিয়ে দেবে কোভিড পরীক্ষার ফল। ফলে নতুন এই পরীক্ষায় দূর হবে নাকে কিংবা মুখগহ্বরে কাঠি ঢুকিয়ে নমুনা সংগ্রহের ঝক্কি। তাছাড়া ফুঁ দেওয়ার তিন মিনিটের মধ্যে যন্ত্রটি বলে দেবে সংশ্লিষ্ট ব্যক্তি কোভিড আক্রান্ত কিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা পদ্ধতি ও ওষুধ সংক্রান্ত সর্বোচ্চ নিয়ামক সংস্থা এফ ডি এ জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে এই পদ্ধতিকে। জানা যাচ্ছে পরীক্ষাটি কোভিড নির্নয়ে ৯১.২ শতাংশ ক্ষেত্রে নির্ভুল রিপোর্ট দেয়। আর কোভিড নেগেটিভ নমুনা চিহ্নিত করার ক্ষমতা প্রায় ৯৯.৩ শতাংশ।