কোভিড থেকে সুস্থ হয়ে যাওয়া রোগী নিশ্চিন্তে কিডনি দান করতে পারেন যদি তিনি চান। গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এরকম ৩১ জনের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছিল যাঁদের প্রত্যেকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন কিন্তু গুরুতরভাবে নয়। সেই পরীক্ষার পরই চিকিৎসকরা জানিয়েছেন কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা যে কোনও রোগী চাইলে কিডনি দান করতে পারেন। চিকিৎসক সঞ্জীব গুলাটি যিনি এই বিষয় নিয়ে গবেষণার দায়িত্বে রয়েছেন, জানিয়েছেন বর্তমানে কিডনি-দাতার সংখ্যা আগের চেয়ে অনেক কমে গিয়েছে। গতবছর বিশ্ব জুড়ে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে কিডনি ট্রান্সপ্লান্টের কাজ বন্ধ ছিল। চিকিৎসকরা আরও জানিয়েছেন, কোভিড থেকে মুক্ত হওয়া রোগীদের কিডনি ট্রান্সপ্লান্ট করার আগের এক মাসের মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছিল। কেউই নতুনভাবে কোভিডে আক্রান্ত হননি। এমনকী, কিডনি ট্রান্সপ্লান্ট করার ৬ মাস পর অবধি সেই ব্যক্তির ওপর নজর রাখা হয়েছিল যিনি কিডনি দান করেছিলেন। তাঁদের কেউ আর কোভিডে আক্রান্ত হননি।