বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ নভেম্বর, ২০২১
ল্যানসেট জার্নাল-এর সমীক্ষার দাবি, উপসর্গযুক্ত করোনার ক্ষেত্রে কোভ্যাক্সিন ৫০ শতাংশ কার্যকরী। অর্থাৎ ভারত বায়োটেকের তৈরি এই টিকার কার্যকারিতা প্রত্যাশার তুলনায় কম। ওই জার্নালে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ভারতে যখন কোভিডের দ্বিতীয় ঢেউ চলছিল দিল্লির এমস তাদের ২,৭১৪ জন স্বাস্থ্যকর্মীর উপর সমীক্ষা চালিয়েছিল। তখন দেখা গিয়েছে তাঁদের মধ্যে কোভিডের উপসর্গ ধরা পড়েছে। তাঁদের আরটি-পিসিআর পরীক্ষাও করা হয় ১৫ এপ্রিল থেকে ১৫ মে-র মধ্যে। জানুয়ারি থেকে যে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল তাতে এমসের স্বাস্থ্যকর্মীদের কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়। তাই থেকেই কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।