কোয়ান্টাম স্বর্ণসূচিকা

কোয়ান্টাম স্বর্ণসূচিকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ অক্টোবর, ২০২৫

আধুনিক জৈব-চিকিৎসা গবেষণায় সূক্ষ্ম চিত্রায়ন বা উচ্চ রেজোলিউশনের ইমেজিং অপরিহার্য। যুক্তরাষ্ট্রের ওহায়ো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি তৈরি করেছেন সোনার নতুন অতিক্ষুদ্র কাঠামো, যার নাম “গোল্ড কোয়ান্টাম নিডল”। কোয়ান্টাম বৈশিষ্ট্যের কারণে এই সূঁচসদৃশ ন্যানো-কাঠামো চিকিৎসা সংক্রান্ত ইমেজিংকে আরও নির্ভুল করতে পারে। বর্তমান প্রযুক্তি যেমন- এক্স-রে, এমআরআই বা অপটিক্যাল মাইক্রোস্কোপি কার্যকর হলেও কোষের অভ্যন্তরীণ গঠন বা প্রোটিনের সূক্ষ্ম আন্ত:ক্রিয়া পর্যবেক্ষণে সীমাবদ্ধ। এ কারণে দীর্ঘদিন ধরে গবেষকরা ন্যানো-কাঠামো ব্যবহার করে আলো–পদার্থের আন্ত:ক্রিয়া বাড়ানোর চেষ্টা করছেন। ন্যানোস্কেলে সোনার অনন্য ভৌত বৈশিষ্ট্য ফুটে ওঠে। ক্ষুদ্র সোনার কণিকা আলো শোষণ ও বিকিরণে দক্ষ হওয়ায় জীবন্ত কোষে প্রবেশ করে নির্দিষ্ট কোষকলার চিত্রায়নে সহায়ক। তবে এতদিন তা মূলত গোলাকার বা অনিয়মিত আকারে সীমাবদ্ধ ছিল। নতুন গবেষণায় সোনাকে সূঁচের মতো দীর্ঘায়িত রূপে সাজানো হয়েছে। এতে ইলেকট্রনের গঠন বদলে তাদের আলোক বৈশিষ্ট্য তীক্ষ্ণতর হয়েছে। বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি এসব “গোল্ড কোয়ান্টাম নিডল” দৃশ্যমান ও নিকট-অবলোহিত আলোর সঙ্গে কার্যকরভাবে আন্ত: ক্রিয়া ঘটায়। নিকট-অবলোহিত আলো মানবদেহে তুলনামূলক গভীরে প্রবেশ করতে পারায় এটি চিকিৎসা সংক্রান্ত ইমেজিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী। যথা-

ক্যান্সার শনাক্তকরণ: টিউমার কোষকে স্পষ্টভাবে চিত্রায়ন।

নিউরোইমেজিং:মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়বিক সংযোগ দৃশ্যমান করা।

থেরানস্টিকস: একইসঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহারযোগ্য স্মার্ট ন্যানোপ্ল্যাটফর্ম তৈরি।

এই উদ্ভাবন ইমেজিং প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি ন্যানোফোটোনিক্স ও কোয়ান্টাম উপকরণ বিজ্ঞানেও এক বড় অগ্রগতি। গবেষকরা এখন এসব ন্যানো-সূঁচের স্থায়িত্ব ও জৈব সঙ্গতি যাচাই করছেন, যাতে মানবদেহে এর ব্যবহার নিরাপদ হয়। পাশাপাশি উৎপাদন খরচ কমাতে উন্নত সংশ্লেষণ কৌশলও খোঁজা হচ্ছে। সব মিলিয়ে, সোনার কোয়ান্টাম সূঁচ দেখিয়ে দিয়েছে ন্যানোস্কেলে ধাতুর আকার ও মাত্রা বদল করে কীভাবে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য অর্জন সম্ভব। ভবিষ্যতে এটি জৈব-চিকিৎসা ইমেজিংকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ফলে রোগ নির্ণয় ও চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।

 

সূত্র: “X-ray Crystallographic Visualization of a Nucleation and Anisotropic Growth in Thiolate-Protected Gold Clusters: Toward Targeted Synthesis of Gold Quantum Needles” by Shinjiro Takano, Yuya Hamasaki and Tatsuya Tsukuda, 4 September 2025, Journal of the American Chemical Society.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 8 =