মহারাষ্ট্রের আহমদনগর জেলার তাকালি ধোকেশ্বর গ্রামের জওহর নবোদয় বিদ্যালয়ের ক্যান্টিনে হঠাৎ করেই ঢুকে পড়েছিল একটি আহত প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘ। সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। শিশুদের ঘরবন্দি করে দেওয়া হয়। চিতাবাঘটিকে উদ্ধার করতে ডাক পড়ে একটি বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার। সঙ্গে ছিল বন দফতর।
বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, চিতাবাঘটি স্কুলের ক্যান্টিনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওই চিতাবাঘটির বেরোনোর সব পথ বন্ধ করে অভিযান শুরু হয়। চিতাবাঘটি ক্যান্টিনের মধ্যে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছিল যে তার প্রকৃত অবস্থান নির্ণয়ের কাজটি সহজ ছিল না। চিতাবাঘের যথাযথ অবস্থান নির্ণয় করার পর রান্নাঘরের দরজায় একটা গর্ত করা হয়। এরপরে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে সেটিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সাড়ে চার ঘন্টার চেষ্টায় অবশেষে চিতাবাঘটিকে বন্দি করা হয়। সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সেটিকে।