ক্যান্সারের অ্যান্সার

ক্যান্সারের অ্যান্সার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ জুন, ২০২২

ঘুরে যেতে পারে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের চাকা। ‘ডসটারলিম্যাব’ নামক এক ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে আশা জেগেছে গবেষক- চিকিৎসক মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিক ভাবে একটি পরীক্ষাগারে প্রস্তুত হওয়া এই ওষুধটির সন্ধান মিলেছে। এটি মানবদেহে উৎপন্ন হওয়া অ্যান্টিবডির বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্ব জুড়ে মানুষের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ ক্যান্সার। প্রাথমিক পর্যায়ে ১৮ জন ব্যক্তিকে নিয়ে প্রায় ৬ মাস ধরে পরীক্ষা চালানো হয়। প্রতি জন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ‘স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে’ মলদ্বারের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। প্রতি ব্যক্তির মলদ্বারে ঐ নির্দিষ্ট ওষুধটি প্রয়োগ করা হয়। পরীক্ষা শেষে দেখা যায় প্রত্যেক রোগীর দেহ থেকেই ক্যানসার নিশ্চিহ্ন হয়ে গেছে। যেটি প্রায় অবিশ্বাস্য। গবেষকরা কেউই ভাবতে পারেন নি শুধুমাত্র একটি ওষুধের প্রয়োগে এম্ন ফলাফল হতে পারে। বরং প্রত্যাশা এমন ছিল যে, ওষুধ প্রয়োগের পরেও কেমোথেরাপির প্রয়োজন হবে। তবে এই ওষুধটির দাম আকাশছোঁয়া। প্রতি ডোজের মূল্য ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৫৫ হাজার টাকা প্রায়। নিউ ইয়র্কের স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টার এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একযোগে জানাচ্ছেন, কোনো ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে সম্পূর্ণ ক্যানসার মুক্তি ইতিহাসে প্রথম। ভবিষ্যতে বৃহত্তর ট্রায়াল বা ব্যপক পরীক্ষার দিকেই লক্ষ্য এখন বিশেষজ্ঞদের।