ক্যান্সার এবং ডায়াবেটিস -একটি বিশেষ পদ্ধতিতে কী সংযুক্ত?

ক্যান্সার এবং ডায়াবেটিস -একটি বিশেষ পদ্ধতিতে কী সংযুক্ত?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জুলাই, ২০২৩

আজ থেকে প্রায় একশো বছর আগে, গবেষকরা প্রথম আবিষ্কার করেছিলেন যে ক্যান্সার রোগীদের প্রস্রাব মিষ্টি গন্ধযুক্ত। প্রথমে যদিও চিকিত্সকরা অবাক হয়েছিলেন, কিন্তু পরে তারা বুঝতে পেরেছিলেন যে এর কারণ হল রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি। অ্যাসোসিয়েট প্রফেসর লাইকে সিলো বলেছেন যে ক্যান্সার রোগীদের সম্পর্কে প্রথম যে তথ্য জানা গেছে এটি তার মধ্যে অন্যতম। ক্যান্সার শরীরের রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে ফলে প্রস্রাবে মিষ্টি গন্ধ হয়। কিন্তু কীভাবে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লাইকে সাইলো তার নতুন একটি গবেষণায় বলেছেন ক্যান্সার রোগীদের ক্ষেত্রে, দেহের কোশ হরমোন ইনসুলিনে ক্ষেত্রে ভালোভাবে সাড়া দেয় না। তাই ক্যান্সার রোগীদের আরও ইনসুলিনের প্রয়োজন হয়ে পড়ে। ফলত, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে শরীরকে স্বাভাবিকের চেয়ে বেশি ইনসুলিন তৈরি করতে হবে।
ক্যান্সার রোগী এবং টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগী উভয়ের ক্ষেত্রেই ইনসুলিনের সাড়া দেওয়ার ক্ষেত্রে শরীরের ক্ষমতা বিঘ্নিত হয় । ক্যান্সার ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রোগের লক্ষণ ধরা দুষ্কর হয়ে পরে। ইনসুলিন প্রতিরোধের নেতিবাচক পরিণতি ছাড়াও, এই অবস্থা ক্যান্সার কোশের সংখ্যা বৃদ্ধির কারণও হতে পারে। অতিরিক্ত মাত্রায় ইনসুলিন ক্যান্সার কোশগুলোকে দ্রুত বৃদ্ধি করতে পারে আর এটি ক্যান্সার রোগীদের জন্য একটি বিশাল সমস্যা হতে পারে। তাছাড়াও, ইনসুলিন রেজিস্ট্যান্স পেশীতে প্রোটিন তৈরিতে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ, শরীর যদি ইনসুলিনের প্রতি সাড়া দিতে ব্যর্থ হয়, তাহলে পেশী তার ভর এবং শক্তি হারাবে এবং এটি অনেক ক্যান্সার রোগীর জন্য খুব খারাপ একটি সমস্যা।
সর্বোপরি, ক্যান্সার এবং ইনসুলিনের এই বিরোধিতা একটি সত্যিই খারাপ সমন্বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 7 =