ক্যানসার চিকিৎসায় প্রকৃতির অপ্রত্যাশিত উৎসগুলো ক্রমেই বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাজনের একটি বিরল বিছে প্রজাতির বিষ থেকে প্রাপ্ত একটি অণু স্তন ক্যানসারের বিরুদ্ধে আশ্চর্যজনক কার্যকারিতা দেখিয়েছে। যা প্রচলিত কেমোথেরাপির ওষুধের সমতুল্য। ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের রিবেইরাঁও প্রেতো ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস স্কুলের (এফ সি এফ আর পি- ইউ এস পি) গবেষকেরা ব্রোথাস অ্যামাজনিকাস নামের এই অ্যামাজনীয় বিছের বিষ বিশ্লেষণ করে একটি পেপটাইড চিহ্নিত করেন, যা সরাসরি ক্যানসার কোষে আঘাত হানে। এবং বিশেষত স্তন ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম।
এই গবেষণা এফ এ পি ই এস পি-এর সহায়তায়,অ্যামাজনিয়ান গবেষণা সংস্থা আই এন পি এ ও অ্যামাজোনাস স্টেট ইউনিভার্সিটির (ইউ ই এ) বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয় এবং ফ্রান্সে অনুষ্ঠিত এফ এ পি ই এস পি উইক অনুষ্ঠানে উপস্থাপিত হয়। গবেষণার প্রধান অধ্যাপক এলিয়ানে ক্যান্ডিয়ানি আরান্তেস জানান, এই অণুটি ক্যানসার কোষে নেক্রোসিস সৃষ্টি করে—অর্থাৎ কোষকে আত্মরক্ষার সুযোগ না দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। পরীক্ষাগারে এর কার্যকারিতা বহুল ব্যবহৃত কেমোথেরাপি ওষুধ প্যাকলিট্যাক্সেলের সমতুল্য বলে ধরা পড়েছে।
এই আবিষ্কার বৃহত্তর একটি বৈজ্ঞানিক প্রবণতার অংশ, যেখানে বিষ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রেডিওআইসোটোপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) একত্রে ক্যানসার চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করছে। এফ সি এফ আর পি – ইউ স পি ও সহযোগী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে সাপ ও বিছের বিষ থেকে প্রাপ্ত জৈব-সক্রিয় প্রোটিনের প্রতিরূপ তৈরি করা ও কৃত্রিমভাবে উৎপাদনের কাজ করছে। এরই একটি উল্লেখযোগ্য ফল হলো সি ই ভি এ পি উদ্ভাবিত ফাইব্রিন সিল্যান্ট, যা সাপের বিষ থেকে আহরিত উৎসেচক ব্যবহার করে তৈরি এক ধরনের “জৈব আঠা”। এটি স্নায়ু মেরামত, অস্থি- সন্ধির ত্রুটি নিরাময় এবং মেরুদণ্ডের আঘাত সারাতে আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। বর্তমানে এটি চূড়ান্ত ক্লিনিক্যাল পরীক্ষার স্তরে রয়েছে।
একই সঙ্গে, অন্য গবেষক দলগুলো ক্যানসার চিকিৎসার আরও সূক্ষ্ম কৌশল তৈরি করছে। রেডিওআইসোটোপ ব্যবহার করে এমন অণু তৈরি করা হচ্ছে, যা প্রথমে টিউমার শনাক্ত করবে, তারপর সুনির্দিষ্টভাবে সেটিকে ধ্বংস করবে—যাকে বলা হচ্ছে রেডিওথেরানস্টিক্স। অন্যদিকে, রোগীর নিজস্ব ক্যানসার কোষ ও সুস্থ দাতার ডেনড্রাইটিক কোষ মিলিয়ে তৈরি হচ্ছে ব্যক্তি- নির্দিষ্ট ক্যানসারের ভ্যাকসিন, যা রোগীর অনাক্রম্যতন্ত্রকে টিউমারের বিরুদ্ধে প্রশিক্ষণ দেয়।
এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও এক্ষেত্রে পিছিয়ে নেই। এ আই-নির্ভর এম আর আই বিশ্লেষণের মাধ্যমে মস্তিষ্ক ক্যানসারের পূর্বাভাস উন্নত করার গবেষণাও এগিয়ে চলেছে।
আমাজনের বিষ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা —এই বহুমাত্রিক গবেষণা প্রমাণ করছে যে ভবিষ্যতের ক্যানসার চিকিৎসা হবে আরও প্রাকৃতিক, আরও নির্ভুল এবং মানবদেহের সঙ্গে আরও সাযুজ্যপূর্ণ ও প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
সূত্র: Amazon scorpion venom shows stunning power against breast cancer , Materials provided by Fundação de Amparo à Pesquisa do Estado de São Paulo, 18th November,2025.
<www.sciencedaily.com/releases/2025/11/251117095658.htm>.
