ক্যাপ্রিও এখন সমস্যা ব্রজিলের

ক্যাপ্রিও এখন সমস্যা ব্রজিলের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মে, ২০২২

হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো দি’ক্যাপ্রিওকে নিয়ে মহা সমস্যায় ব্রাজিলের প্রেসিডেন্ট এয়ার বলসোনারোর। আমাজন বাঁচাও আন্দোলনে দি’ক্যাপ্রিও ইতিমধ্যে ৫ মিলিয়ন পাউন্ড দান করেছেন। টুইট করে ব্রাজিলের যুব সম্প্রদায়কে আহ্ববান করেছেন বিশ্বের বৃহত্তম এই অরণ্যকে ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। বিশেষত, প্রেসিডেন্ট হওয়ার পর আমাজনের জন্য আর্থিক অনুদানের পরিমাণ আগের তুলনায় আরও কমিয়ে দেওয়ার পর বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিলের মানুষের ক্ষোভ অনেক বেড়ে গিয়েছে। আর সাধারণ মানুষের সেই ক্ষোভে সম্প্রতি গরম তেল ঢেলেছেন দি’ক্যাপ্রিও। একের পর এক টুইটের মাধ্যমে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে জনমত গড়ে তোলার ডাক দিয়েছেন হলিউডের এই অভিনেতা। প্রেসিডেন্ট পাল্টা টুইট করে দি’ক্যাপ্রিওকে জানিয়েছেন, আমাজনের ব্যাপারে তার মাথা না ঘামালেও চলবে। কিন্তু তার আমলে, মানে ২০২১-এর পর ২০২২-এর জানুয়ারিতে আমাজনের জঙ্গল ধ্বংসের পরিমাণ যে পাঁচ গুণ বেড়ে গিয়েছে! এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্ট আমাজন নিয়ে তোপ দেগেছিলেন দি’ক্যাপ্রিও-র বিরুদ্ধে। অভিনেতা অবশ্য গুরুত্ব দেননি। বরং, গতবছর দি’ক্যাপ্রিও এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য অন্তত কয়েকশো সেলিব্রিটির সই নিয়ে চলে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে! তাকে আন্দোলনের সঙ্গে যুক্ত হতে বলেন। এখন দেখার অপেক্ষা, দি’ক্যাপ্রিও-র এই আন্দোলনকে আদৌ ব্রাজিওলের প্রেসিডেন্ট থামাতে পারেন কি না।