ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রং

ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রং

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৪ জুলাই, ২০২২

পাখিটির নাম অন্না’স হামিংবার্ড। এদের আকৃতি চার ইঞ্চি মতো হয়। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলে এদের দেখা যায়। পাখিটির বৈশিষ্ট্য কি? পাখিটি প্রতি সেকেন্ডে রং বদলাতে পারে। ‘ওয়ান্ডার অব সায়েন্স’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই রং বদলানোর ছবিটি প্রকাশ করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হামিংবার্ডটি যত বারই তার মাথা ঘোরাচ্ছে, প্রতি বারই রং বদলে যাচ্ছে। কখনও গোলাপী, পরক্ষণেই হলুদাভ সবুজ। পিঠের কালচে বাদামী রং হলদেটে হয়ে যাচ্ছে মাথা ঘোরানোর সঙ্গে সঙ্গে। ভিডিওটি দেখে
পক্ষী বিশারদদের অনেকেই পাখিটির এই রং বদলের রহস্য উন্মোচন করতে নেমে পড়েছেন।