খাবারের লড়াইয়ে বিলুপ্ত বৃহত্তম হাঙর

খাবারের লড়াইয়ে বিলুপ্ত বৃহত্তম হাঙর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ জুন, ২০২২

বিশ্বের বৃহত্তম হাঙর কারা ছিল? মেগালোডন। গবেষকরা জানিয়েছেন এই প্রজাতির হাঙরকে সমুদ্রে দেখা যেত ২২ মিলিয়ন বছর আগে। শেষবারের মত দেখা গিয়েছিল ৩ মিলিয়ন বছর আগে। লম্বায় এই প্রজাতির হাঙর ছিল ১৮ মিটার। ওজনও ছিল ৬০ কেজি-র বেশি। বিরাট, লম্বা দাঁতের জন্য মেগালোডন বিখ্যাত ছিল। যার জন্য একে ‘বিগ টুথ’ও বলা হত। সম্প্রতি একটি ইংল্যান্ডের সাফোকে সমুদ্রের তীরে একটি ৬ বছরের ছেলে এই মেগালোডনের দাঁত। তারপরই শুরু হয় গবেষণা। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার কমিউনিকেশনসে প্রকাশিত সোয়ানসা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা থেকে জানা গিয়েছে, বৃহত্তম হাঙরের বিলুপ্তির অন্যতম কারণ গ্রেট হোয়াইট হাঙরের সঙ্গে খাবারের জন্য লড়াই। গবেষক্রা মেগাডোলনের দাঁত পরীক্ষা করে জেনেছেন গ্রেট হোয়াইট হাঙরের সঙ্গে খাবার নিয়ে লড়াইয়েই ক্রমশ মেগাডোলনের বিলুপ্তি ঘটে। দুই প্রজাতির হাঙরেরই খাবার একই ছিল, ডলফিন, কচ্ছপ, ছোট তিমি। গ্রেট হোয়াইট আকারে ও আয়তনে মেগাডোলনের তুনলায় অনেক ছোট হলেও স্বভাবে অনেক বেশি হিংস্র। যে কারণে হোয়াইট হাঙরের মেগাডোলন বধ করতে অসুবিধে হত না। আর তারই ফল ধীরে ধীরে মেগাডোলন কমে যাওয়া।