গড়পঞ্চকোটের জঙ্গল জ্বলছে

গড়পঞ্চকোটের জঙ্গল জ্বলছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মার্চ, ২০২২

দিন কয়েক আগে আগুন লেগেছিল শুশুনিয়া পাহাড়ে। তা নিভতেই এ বার আগুন লেগেছে পুরুলিয়ার গড়পঞ্চকোট, বড়ন্তি,অযোধ্যা পাহাড় এবং বান্দোয়ানের বেশ জঙ্গলে। অনেকের মতে, চোরাশিকারিরাই এই আগুন লাগিয়েছে। আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে বন দফতর।
গত কয়েক দিন ধরে আগুন জ্বলছে গড় পঞ্চকোটে। কংসাবতী উত্তর বনবিভাগের অধীনে থাকা গড় পঞ্চকোটের জঙ্গল সংরক্ষিত বনাঞ্চল। সেই এলাকায় তিন দিন ধরে আগুন জ্বলতে থাকায় তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যের মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) মনসারঞ্জন ভট্টের কথায়, ‘‘আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা আশা করছি, দু-এক দিনের মধ্যেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’’ আগুন সাঁতুড়ির মুরাড্ডি পাহাড় এবং বান্দোয়ানের জঙ্গলেও লেগেছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।