গবেষণায় চিনে জেলবন্দিদের সঙ্গে চূড়ান্ত অমানবিক আচরণ

গবেষণায় চিনে জেলবন্দিদের সঙ্গে চূড়ান্ত অমানবিক আচরণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ এপ্রিল, ২০২২

সম্প্রতি একটি মার্কিন জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় দাবি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণার আগেই চিনে কমপক্ষে ৭১ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির একাধিক অঙ্গ কেটে নেওয়া হয়েছে অন্যদের শরীরে প্রতিস্থাপনের জন্যে! আর সেটাই ওই জেলবন্দিদের মৃত্যুর মূল কারণ।

অ্যামেরিকান জার্নাল অফ ট্রান্সপ্লান্টেশনে প্রকাশিত চাঞ্চল্যকর ওই প্রতিবেদনের লেখক অস্ট্রেলিয়ার গবেষক ড. ম্যাথু রবার্টসন ও ইজরায়েলের অঙ্গ প্রতিস্থাপনে বিশেষজ্ঞ সার্জেন ডাঃ জেকব ল্যাভি। দুই গবেষক জানিয়েছেন, ১৯৮০ থেকে ২০১৫ সালের মধ্যে ৭১টি চিনা মেডিক্যাল জার্নাল প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জেলবন্দিদের মৃত্যুর কারণ আসলে অঙ্গ কেটে নেওয়া। যা চিকিৎসকদের শপথের সম্পূর্ণ বিরোধী। চিকিৎসাশাস্ত্র পড়া শুরু করার সময় জুনিয়র চিকিৎসকদের অন্যতম শপথ হল চিকিৎসার কারণে ‘কারও ক্ষতি যেন না হয়’। দুই গবেষক আরও জানিয়েছেন, বেআইনি অঙ্গ প্রতিস্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে চিনের ৫৬টি হাসপাতাল। এর সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স-সহ ৩০০ জন স্বাস্থ্যকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =