গলছে এভারেস্টের পাদদেশ

গলছে এভারেস্টের পাদদেশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ জুন, ২০২২

বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের কারণে দ্রুত হারে গলে যাচ্ছে হিমবাহ, তাই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এভারেস্ট বেস ক্যাম্প। এমনটাই খবর নেপাল পর্যটন দফতর সূত্রে।
যে স্থান থেকে মূল পর্বতারোহণ শুরু হয়, তাকে বলে বেস ক্যাম্প। এভারেস্টের শিখরে ওঠার বেস ক্যাম্পটি রয়েছে খুমবু নামক একটি হিমবাহের উপর। উচ্চতা ৫৩৬৪ মিটার। প্রতি মরসুমে প্রায় ১৫০০ পর্বতারোহী এই হিমবাহের উপর ক্যাম্প করেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিদ্রুত গলে যাচ্ছে এই হিমবাহটি। তাই বেস ক্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছেন নেপালের পর্যটন দফতরের কর্তারা।