
গাছের জিনগত তথ্য বা ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে বনভূমির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা নির্ধারণ করা যাবে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, তাপমাত্রার ওঠানামা, খরা কিংবা রোগের মুখে বনভূমির স্থায়িত্ব এখন বৈজ্ঞানিক মহলে বড় উদ্বেগের কারণ। এই পরিস্থিতিতে গাছের ডিএনএ আমাদের এক অভিনব পূর্বাভাসের হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। একটি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে তার অন্তগত প্রজাতির জিন বৈচিত্র্যের উপর। কোনো একটি প্রজাতির মধ্যে যত বেশি জিন বৈচিত্র্য থাকবে, ততই সে প্রজাতি বিভিন্ন পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা অর্জন করবে। যেমন, কোনো প্রজাতির কিছু গাছ যদি খরা সহনশীল জিন বৈশিষ্ট্য বহন করে, তবে খরার সময় তারা টিকে থাকতে পারবে। সমগ্র প্রজাতিই সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গাছের ডিএনএ সিকোয়েন্সিং করে বোঝা সম্ভব, কোন প্রজাতি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, নির্দিষ্ট জিনের উপস্থিতি গাছের রোগ প্রতিরোধ, জল ধরে রাখার ক্ষমতা, কিংবা অতিরিক্ত তাপ সহনশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। তাই ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে আগে থেকেই বোঝা যায় কোন কোন প্রজাতি ঝুঁকিতে রয়েছে আর কোনগুলো দীর্ঘমেয়াদে টিকে থাকতে সক্ষম। এই গবেষণার ফলাফল শুধু তাত্ত্বিক নয়। বাস্তব ক্ষেত্রেও এর বড় গুরুত্ব রয়েছে। যখন বিজ্ঞানীরা কোনো অঞ্চলের বনভূমির জিন রূপরেখা তৈরি করেন, তখন কোন প্রজাতিকে অগ্রাধিকার দিয়ে সংরক্ষণ করা উচিত, তা নির্ধারণ করতে পারেন। এতে অরণ্য ব্যবস্থাপনার কৌশল আরও কার্যকর হয়। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব হয়। অন্যদিকে কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট প্রজাতি যদি জিনগত দিক থেকে দুর্বল প্রমাণিত হয়, তবে সেগুলিকে সংরক্ষণ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোন গাছ ভবিষ্যতের উষ্ণ ও শুষ্ক পরিবেশে টিকে থাকবে আর কোনগুলো বিলীন হয়ে যাবে, এই পূর্বাভাস নীতিনির্ধারকদের অভিযোজন কৌশল নির্ধারণে সাহায্য করবে। একই সঙ্গে এটি নতুন প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা, পুনরায় বনায়ন প্রকল্প, এবং জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমে দিকনির্দেশনা দেবে। বর্তমানে জেনোমিক্স প্রযুক্তি ক্রমশ সাশ্রয়ী হচ্ছে। ফলে বড় আকারে বনভূমির জেনেটিক মানচিত্র তৈরি করা এখন অনেক সহজ। তাই বিজ্ঞানীরা কেবল গাছের স্বাস্থ্য ও অভিযোজন ক্ষমতা নয়, পুরো বন বাস্তুতন্ত্রের দীর্ঘমেয়াদি স্থায়িত্বও মূল্যায়ন করতে পারবেন। আগামী দিনে এই পদ্ধতি অরণ্য সংরক্ষণে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে।
সূত্র: Genomic demography predicts community dynamics in a temperate montane forest; Science; 18 Sep 2025