গায়েব জঙ্গলের জমি!

গায়েব জঙ্গলের জমি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২০ জুলাই, ২০২২

কাগজেকলমে এখনও শিলিগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলের যা আয়তন, বাস্তবে জমি মাফিয়াদের দাপাদাপিতে তা প্রায় অর্ধেকের কাছাকাছিতে এসে ঠেকেছে! কর্তৃপক্ষ স্তরের সকলে সব জানার পরেও জঙ্গলের সীমানা ক্রমশ কমে আসছে। মানচিত্র বলছে, সেই কমে যাওয়া কাগজে-কলমে নয়, বাস্তবে। নিধনযজ্ঞের সূচনা যদিও সেই ব্রিটিশ আমলে। উনিশ শতকে শাল, সেগুন, শিরীষ, মাদার, চিকরাশির মতো দামি কাঠ, হাতির দাঁত, গন্ডারের শিং, ব্যাঘ্রচর্মের অবাধ লুণ্ঠন আর চা-বাগান তৈরি করতে একরের পর একর বনভূমি কাটার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই পরম্পরা এখনও চলছে শিলিগুড়ি শহরের গা ঘেঁষে গড়ে ওঠা বৈকুণ্ঠপুরের জঙ্গলে। এখন গোদের উপর বিষফোঁড়ার মতো যোগ হয়েছে জমি মাফিয়াদের অবাধ দৌরাত্ম্য। রাতারাতি জঙ্গলের জমি সরকারি ‘বিক্রয়যোগ্য জমি’তে পরিণত হচ্ছে। ভোরের আলো ফোটার আগে হাত বদলে সেই জমিতে শুরু হয়ে যাচ্ছে নির্মাণ। অরণ্যে গড়ে উঠছে বসতি, কারখানা। বদলে যাচ্ছে জঙ্গলের মানচিত্র।