গালাপাগোস দ্বীপপুঞ্জে নয়া প্রজাতির কছপ

গালাপাগোস দ্বীপপুঞ্জে নয়া প্রজাতির কছপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মার্চ, ২০২২

ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে আবিষ্কৃত হল দৈত্যাকৃতি এক কচ্ছপের। গালাপাগোসের জাতীয় উদ্যানের গবেষকরা জানিয়েছেন, তাদের প্রথমে মনে হয়েছিল এই কচ্ছপ আগের ছাথামেনসিস প্রজাতির। কিন্তু পরে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর গবেষকরা জানিয়েছেন দৈত্যাকৃতি এই কচ্ছপ নতুন প্রজাতির। যাদের আসল বাস গালাপাগোস দ্বীপপুঞ্জের পাশে সান ক্রিস্টোবাল দ্বীপপুঞ্জে। সেখানে এই প্রজাতির দৈত্যাকৃতি কচ্ছপের সংখ্যা ৮ হাজার। সম্প্রতি, ইকুয়েডর সামুদ্রিক প্রাণী সংরক্ষণের অঞ্চলের পরিমাণ আরও বাড়িয়ে ৬০ হাজার বর্গকিলোমিটার করে দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর ফলেই সান ক্রিস্টোবাল দ্বীপপুঞ্জে কচ্ছপের সংখ্যা কমেনি। তবে গালাপাগোসের জাতীয় উদ্যানের গবেষকদের মতে এবার তারা চেষ্টা করবেন বংশবৃদ্ধির মাধ্যমে এই কচ্ছপের সংখ্যাটা আরও বাড়াতে।