গাড়ির সাথে একজোড়া চোখ, সুবিধে হবে পথচারীদের

গাড়ির সাথে একজোড়া চোখ, সুবিধে হবে পথচারীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ সেপ্টেম্বর, ২০২২

চক্ষুদান হল গাড়ির। কার্টুনের দেখা গোল গোল বড় দুটো চোখ। যন্ত্রচালিত গাড়ির সামনে লাগানো চোখ দেখে বেশ মানুষের মতোই মনে হবে পথচারীদের। তাদের নিরাপত্তাও কিছুটা সুরক্ষিত হবে।

চালকবিহীন গাড়ি আসলেই কি দেখতে পাচ্ছে? এমন প্রশ্ন হামেশাই ওঠে রাস্তায় হাঁটা মানুষের মনে। গাড়ির ভিড়ের মধ্যে রাস্তা পার করতেই ধন্দে পড়েন তারা। গবেষকরা মনে করছেন, এই দৃষ্টিসম্পন্ন গাড়ি অনেকটাই কমাতে পারবে পথ দুর্ঘটনার সংখ্যা।

সম্প্রতি এমনই অভিনব আবিষ্কার সামনে এনেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিজ্ঞানীদের একটা দল। ভার্চুয়াল রিয়্যালিটিতে ১৮ জন পথচারীকে নিয়ে ওনারা গবেষণা চালিয়েছিলেন। দলে ছিলেন ৯ জন মহিলা আর ৯ জন পুরুষ। সামনাসামনি গাড়ি এসে পড়লে তারা রাস্তা পার হবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। চারটে পরিস্থিতি ওনাদের দেওয়া হয়েছিল, দুই ক্ষেত্রে গাড়ির চোখ ছিল না আর বাকি দুটোয় ছিল। মোটের উপর দেখা গেল গাড়িতে চোখ লাগানো থাকলে পথচারীদের সুবিধে হয় অনেকটাই বেশি।