গায়ে পশমের অদ্ভূত সাপের দর্শন তাইল্যান্ডে

গায়ে পশমের অদ্ভূত সাপের দর্শন তাইল্যান্ডে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মার্চ, ২০২২

পৃথিবীর প্রায় সমস্ত সাপের গায়ে আঁশ থাকে অন্যান্য সরীসৃপের মত। শীতল রক্তের প্রাণী হওয়ায় এই আঁশই তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। একইসঙ্গে মাটির ওপর বুকে ভর দিয়ে চলার সময় ঘর্ষণ কমায় আঁশ। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি তাইল্যান্ডের সাথোন নাথোন প্রদেশের একটি জলাভূমিতে আবিষ্কৃত হয়েছে এক ব্রল প্রজাতির অদ্ভূত দর্শনের সাপ। যার গায়ে সাজানো থরে থরে পশম এবং তার রং-ও ঘন সবুজ। চেহারার বৈচিত্র্যের জন্য তাইল্যান্ডেরম প্রাণীবিজ্ঞানীরা এই সাপের নাম দিয়েছেন ‘গ্রিন ফারি স্নেক’। প্রাণীবিজ্ঞানীদের মনে হয়েছে সাপটি পাফ-ফেসড ওয়াটার স্নেক প্রজাতির। চুড়ান্ত সিদ্ধান্ত তারা এখনও নিতে পারেননি। সাপটির দৈর্ঘ্য ৬ ফুটের বেশি!