গ্রহবলয়কে ধন্য করে জন্ম নিল নতুন গ্রহ

গ্রহবলয়কে ধন্য করে জন্ম নিল নতুন গ্রহ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ সেপ্টেম্বর, ২০২২

প্রোটো-প্ল্যানেটারি ডিস্ক। ঘুরতে থাকা ঘন গ্যাসের স্তর। পৃথিবী থেকে ৫১৮ আলোকবর্ষ দূরে। সেখানেই এক সদ্যোজাত গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।

হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের একদল জ্যোতির্বিজ্ঞানী নতুন এক পদ্ধতিতে ছোট নেপচুন বা শনির মতো নতুন এক গ্রহের খোঁজ পেয়েছেন। তাঁদের গবেষণা সম্প্রতি প্রকাশ পেল অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স নামের পত্রিকায়।

মুখ্য গবেষক ফেং লং বলছেন, সদ্যোজাত গ্রহের উপস্থিতি ধরতে পারা বেশ জটিল। গ্যাস আর ধুলোয় ঢাকা মহাকাশে তারা বড্ড নিষ্প্রভ। পরিবর্তে তাই বিজ্ঞানীরা খেয়াল রাখেন গ্রহবলয়ের দিকে। যদি সেখানে নতুন গ্রহ সৃষ্টির প্রমান মেলে। লং জানালেন, গত কয়েক বছরে গ্রহবলয়ে বেশ কয়েকবার নড়াচড়া লক্ষ্য করা গেছে। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়নি কিছুই। ফলে অন্য এক নয়া প্রযুক্তির ব্যবহার আবশ্যক হয়ে পড়েছিল।

নয়া আবিষ্কৃত গ্রহের আকার বড়জোর নেপচুন বা শনির মতো। বয়েস মাত্র এক থেকে তিন মিলিয়ন বছর। এটা গ্রহের আয়ুষ্কালের সাপেক্ষে নিতান্তই নগণ্য। তাই সন্ধান পাওয়া গ্রহটাকে সদ্যোজাতই বলা চলে।