গত ২১ অগস্ট রাতে পৃথিবীর পাশ দিয়ে ঘন্টায় ৯৪ হাজার কিলোমিটার বেগে একটি গ্রহাণুর চলে যাওয়ার পরই মহাকাশবিদদের মধ্যে খুঁজে বেড়ানোর চেষ্টা শুরু হয়ে গিয়েছে। সৌরজগতের দ্রুততম গ্রহাণু কে? পেয়েও গিয়েছেন এক মহাকাশবিদ। তার নাম স্কট এস শেফার্ড। চিলির এক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে বসে ডার্ক এনার্জি ক্যামেরায় তুলেছেন দ্রুততম সেই গ্রহাণুর ছবি। যার নাম দেওয়া হয়েছে পিএইচ ২৭। সুর্যকে প্রদক্ষিণ করতে যে গ্রহাণুর সময় লেগেছে মাত্র ১১৩ দিন! মহাকাশবিদরা নিশ্চিত এই গ্রহাণুকেই বলা যেতে পারে গ্রহাণুদের ইউসেন বোল্ট! পিএইচ গ্রহাণুর কক্ষপথ খুব ছোট। একমাত্র বুধের সঙ্গে তুলনীয়। শুধু তাই নয়, অন্যান্য গ্রহ ও নক্ষত্রদের নিজেদের মধ্যে এবং সুর্যের চেয়ে তাদের যে দূরত্ব তার চেয়ে অনেক কম দুরত্বে সুর্যকে প্রদক্ষিণ করছে পিএইচ গ্রহাণু। মহাকাশবিদরা জানিয়েছেন প্রদক্ষিণ করার সময় পিএইচ সুর্যের বিশাল মহার্কষীয় ক্ষেত্রের এত কাছে ছিল যে, সৌরজগতে থাকা একমাত্র বস্তু হিসেবে সবচেয়ে বেশি সাধারণ আপেক্ষিকতার প্রভাব পিএইচের ওপর পড়েছিল। মহাকাশবিদরা জানিয়েছেন, পিএইচের উপবৃত্ত ৭০ মিলিয়ন কিলোমিটার। বুধ ও শুক্রের কক্ষপথ পেরিয়ে এই গ্রহাণু সুর্যকে প্রদক্ষিণ করেছে মাত্র ১১৩ দিনে। তবে মহাকাশবিদরা এ-ও জানিয়েছেন যে, গ্রহাণুদের ইউসেন বোল্ট বেশি বছর না-ও থাকতে পারে! কারণ এর কক্ষপথ অস্থায়ী। আগামি কয়েক লক্ষ বছরের মধ্যে বুধ বা শুক্র, বা সুর্যের সঙ্গেই সঙ্ঘাতে এর মৃত্যু হতে পারে। মানে সৌরজগৎ থেকেও ইউসেন বোল্টের অবসর হয়ে যাবে!