গ্রামবাসীদের চেষ্টায় বাঘ উদ্ধার

গ্রামবাসীদের চেষ্টায় বাঘ উদ্ধার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ ডিসেম্বর, ২০২১

জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নেটওয়ার্ক- এর প্রচেষ্টায় সুন্দরবনের রায়দীঘি অঞ্চলে জনবসতি অঞ্চলে বাঘ ঢুকে পড়া আটকানো সম্ভব হলো এবং অক্ষত অবস্থায় বাঘকে জঙ্গলে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যাঘ্র সংরক্ষণ ফাউণ্ডেশন জঙ্গল ও বসতিযুক্ত গ্রাম এর সংযোগস্থলে নিরাপত্তা কর্মী রেখে বসতি অঞ্চলে বাঘ ঢুকে পড়া আটকানো সম্ভব হয়েছে। গ্রামের অধিবাসীদের সহায়তা না পেলে এ কাজ সম্পূর্ণ হতো না। একাজে আরো একবার প্রমাণিত হলো পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের কর্মীদের আপৎকালীন মূহুর্ত নিয়ন্ত্রণ করার দক্ষতা। গোটা কাজটির জন্যে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সাউথ ডিভিশান অফিসার মিলন মণ্ডলের বিশেষ ধন্যবাদ প্রাপ্য। এবং ধন্যবাদ প্রাপ্য সুন্দরবন বায়োস্ফিয়ার রিসার্ভের ডিরেক্টর পিয়ার চন্দ ও জয়েন্ট ডিরেক্টর অজয় কুমার দাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =