গ্রিনল্যান্ডে পাওয়া গেল এক বিশাল গহ্বর

গ্রিনল্যান্ডে পাওয়া গেল এক বিশাল গহ্বর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ মার্চ, ২০২২

 

বিজ্ঞানভাষ সংবাদদাতা।১৩ মার্চ

গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এক বিশাল গহ্বর। অনুমান, গর্তটির সৃষ্টি হয়েছিল কোনও এক গ্রহাণুর ধাক্কায়, ৫৮ মিলিয়ন বছর আগে। গর্তটি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন হিতাওয়া গ্লেসিয়ারের নীচে। গর্তটি ১৯ মাইল চওড়া আর তার পরিধি প্রায় ২ কিলোমিটার জুড়ে! এতবছর ধরে এই গর্তের খোঁজ বিজ্ঞানীরা পাননি। গ্লেসিয়ারের বরফের তলায় ঢাকা পড়েছিল। এখনও পর্যন্ত পৃথিবীর বুকে খোঁজ পাওয়া ২৫টি বিশাল গহ্ববরের একটি বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। গ্রহাণুর সংঘর্ষের আগে গ্রিনল্যান্ড ছিল ঘন জঙ্গল। সেখানে বহুরকমের উদ্ভিদ প্রজাতির সঙ্গে বাস করত বহুরকমের প্রাণীও। তাদের সঙ্গে বিরল প্রজাতির পাখিদেরও বাসস্থান ছিল গ্রিনল্যান্ড। গ্রহাণুর ধাক্কায় সমস্তটাই ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। বিজ্ঞানীদের একাংশের ধারণা, আজকের যে বরফাবৃত গ্রিনল্যান্ড মনুষ্যসমাজ দেখছে সেটা সৃষ্টি হয়েছিল ২.৬ মিলিয়ন বছর আগে।