গ্রেট ব্যারিয়ার রিফের ‘সফট কোরাল’ বাঁচানোর উদ্যোগ

গ্রেট ব্যারিয়ার রিফের ‘সফট কোরাল’ বাঁচানোর উদ্যোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ জুন, ২০২২

প্রবল বায়ু ও সমুদ্রের জলের ক্রমবর্ধমান উষ্ণতায় গ্রেট ব্যারিয়ার রিফের কোরালের ‘ধোলাই’ হয়ে গিয়েছিল! কত কোরালের যে মৃত্যু হয়েছিল তার ইয়ত্তা নেই। গত সাত বছরে হয়ে যাওয়া এই ক্ষতির পূরণ যে আর সম্ভব নয় সেটা অষ্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বুঝে গিয়েছেন। এখন তাদের উদ্যোগ যে পরিমাণ কোরাল এখনও পড়ে আছে তাদের বাঁচানো। কোরাল দু’রকমের হয়। একটা হার্ড কোরাল। যারা কোরালদের প্রাচীরটা তৈরি করে। আর হয় সফট কোরাল। যে কোরাল সৃষ্টি করে বাস্তুতন্ত্রের, বজায় রাখে সমুদ্রের ইকো-সিস্টেম। সফট কোরালকে ঘিরেই বাস, ঘোরাফেরা হাজার হাজার জলজ প্রাণীর, অন্যান্য উদ্ভিদ প্রজাতির। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মেরিন বায়োলজিস্ট রস স্টেনবার্গের বক্তব্য, “সফট কোরালদের যদি না বাঁচানো যায় তাহলে সমুদ্রের বাস্তুতন্ত্রের পুরোটাই ধ্বংস হয়ে যাবে। ওরাই গ্রেট ব্যারিয়ার রিফের কঙ্কাল। সফট কোরালদের দূষিত হতে সময় লাগে। কিন্তু একবার দূষণের ছাপ ওদের একটার গায়ে লেগে গেলে ভীষণভাবে সেটা সংক্রামক হয়ে পড়ে।” বিজ্ঞানীরা সফট কোরাল বাঁচানোর জন্য একটা যন্ত্র তৈরি করেছেন যা জলের নীচে ওদের মধ্যে প্রবেশ করিয়ে দিলে সেটা সফট কোরালের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। বোঝা যাবে সেই প্রবালগুলির শারীরিক অবস্থা।