গবেষকরা “গ্লাসি জেল” নামে অভিনব ধরনের নতুন এক শ্রেণির উপকরণ তৈরি করেছেন যা ৫০%-এরও বেশি তরল থাকা সত্ত্বেও খুব শক্ত এবং ভাঙা বেশ কঠিন। তাদের মতে গ্লাসি জেল খুব সহজেই তৈরি করা যায় এবং তারা আশাবাদী যে উপাদানটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করাও যেতে পারে। আগে জেল এবং গ্লাসি পলিমার উপাদানগুলো একে অপরের থেকে আলাদা হিসাবে দেখা হয়েছে। গ্লাসি পলিমারের বৈশিষ্ট্য হল এগুলো কঠিন, স্থিতিস্থাপক নয় এবং প্রায়শই ভঙ্গুর। জলের বোতল থেকে বিমানের জানালা, বিবিধ জিনিস তৈরি করতে ব্যবহৃত হয় এই পলিমার। অন্যদিকে জেল, তরল ধারণ করে এবং নরম ও প্রসারিত হয়। কন্টাক্ট লেন্স তৈরি করতে জেল ব্যবহৃত হয়। গ্লাসি পলিমার ও জেলের বেশ কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি এই গ্লাসি জেল। গবেষকদের অনুসারে এমন এক শ্রেণির উপকরণ তারা তৈরি করেছেন যার নাম দেওয়া হয়েছে গ্লাসি জেল- এবং এই উপাদানটি গ্লাসি পলিমারের মতো শক্ত, আবার যদি এই বস্তুটিতে যথেষ্ট বল প্রয়োগ করা হয় তবে ভাঙার পরিবর্তে সেটি আসল দৈর্ঘ্যের পাঁচগুণ পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। অভিনব বিষয়টি হল একবার উপাদানটি প্রসারিত হয়ে গেলে, পরে তাপ প্রয়োগ করে এটিকে তার আসল আকারে ফিরিয়ে আনা সম্ভব। তাছাড়াও, এই গ্লাসি জেলের পৃষ্ঠটি অত্যন্ত আঠালো, যা সচরাচর শক্ত উপাদানের ক্ষেত্রে বেশ অস্বাভাবিক। আর একটি বৈশিষ্ট্য যা গ্লাসি জেলকে অন্যান্য উপাদান থেকে পৃথক করে তা হল এগুলো ৫০%-এর বেশি তরল, ফলে তড়িৎ পরিবহন করতে পারে আর এটি বাষ্পীভূত হয় না বা শুকিয়ে যায় না। গবেষকরা এই উপাদানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের বিষয়ে আশাবাদী। গবেষণাটি নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে।