গ্লোবাল এনার্জি সিস্টেম ভেঙে যাচ্ছে: সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ

গ্লোবাল এনার্জি সিস্টেম ভেঙে যাচ্ছে: সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মে, ২০২২

সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের আন্তোনি গুতেরেসের আশঙ্কা গ্লোবাল এনার্জি সিস্টেম ক্রমশ ভেঙে যাচ্ছে। যার প্রতিফলন, সেই দিন আর বেশি দূরে নেই যেদিন পৃথিবীকে এক ধ্বংসলীলার সম্মুখীন হতে হবে। সম্প্রতি ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের রিপোর্টে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা বেড়ে যাওয়ায় ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন, সি-লেভেল বেড়ে যাওয়া, সমুদ্রের জলের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ার কথা প্রকাশ হওয়ার পরী গুতেরেস এই উদ্বেগের কথা জানিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের সচিব বলেছেন, “বহুবার বলেছি। আবার বলছি, বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বুঝতে হবে দেওয়ালে পিঠ ঠেকেছে! রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য তাদের বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে হবে। অন্তত ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতেই হবে। বিনিয়োগ করতে হবে বিশ্বের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোয়। যাতে ওরা নিজেরা পারে উইন্ড টারবাইন এবং সোলার প্যানেল তৈরি করতে।”