ঘাতক রোবটের ব্যবহারের অনুমতি পেল পুলিশ!

ঘাতক রোবটের ব্যবহারের অনুমতি পেল পুলিশ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১ ডিসেম্বর, ২০২২

মঙ্গলবার অ্যামেরিকার সান ফ্রানসিসকোতে একটা অভূতপূর্ব ভোটদানের ব্যাপার ঘটল। সেই ভোটে রিমোটচালিত খুনে রোবট ব্যবহারের অনুমতি পেয়েছে ঐ প্রদেশের পুলিশ বিভাগ। আইন প্রয়োগ করার অধিকার নিয়ে উদারপন্থীদের মধ্যে বিভাজন ঘটেছে। নৈতিকতার প্রশ্ন নিয়ে উতপ্ত বিতর্ক হচ্ছে।
ঘাতক রোবটের ব্যবহারের পক্ষে ভোট পড়ল ৮-৩! যদিও নাগরিক সমাজের প্রবল আপত্তি ছিল তবুও শেষ ফলাফল এটাই। বিপক্ষ গোষ্ঠী বলছে, পুলিশকে সামরিক ধাঁচ দেওয়ার প্রক্রিয়াটা আরও একধাপ এগোল। দুস্থ আর সংখ্যালঘুদের উপর পুলিশ এমনিতেই নির্মম।
বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন কমিটির এক সদস্য। সুপারভাইজার কোনি চ্যান। উনি জানালেন, বাহিনীর ব্যবহার নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো উনি বুঝেছেন। কিন্তু প্রদেশের নিয়ম বলছে, পুলিশ নতুন সাজসরঞ্জামের জন্যে আবেদন জানাতেই পারে। যদিও রোবটের ব্যবহার কোনও সহজ আলোচনার বিষয় অবশ্যই ছিল না।
যদিও, সান ফ্রানসিসকোর পুলিশ বিভাগ আশ্বস্ত করেই জানাচ্ছে, আগে থেকে অস্ত্রে সজ্জিত করে রোবটদের কাজে লাগানো হবে না অথবা রোবটের হাতে বন্দুক তুলে দেওয়ারও কোনও পরিকল্পনা নেই। পরিস্থিতি একেবারেই পুলিশের হাতের বাইরে চলে গেলে, বা কোনও মার্কামারা অপরাধীর মোকাবিলা করতেই ব্যবহার করা হবে ঘাতক রোবটকে।