বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ডিসেম্বর, ২০২১
ঘূর্ণায়মান ছায়াপথের ছবি ধরা পড়ল নাসার হাব্বল স্পেস টেলিস্কোপে। ইউরোপীয় স্পেস এজেন্সি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পাঠিয়েছে। সেখানে একটি ঘূর্ণায়মান গ্যালাক্সি দেখা গিয়েছে যার নাম NCG ৭৩২৯। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে যে হাব্বল টেলিস্কোপের মাধ্যমে এই ছবি তোলা হয়েছে।
ওই ছবিতে দেখা গিয়েছে ঘূর্ণায়মান ছায়াপথের কেন্দ্রস্থলে রয়েছে হলুদ আলো। আর বাইরের স্পাইরাল অংশে রয়েছে নীলচে আভা। বেশ কিছু লাল রঙের ক্লাস্টার বা পুঞ্জীভূত জিনিস এদিক ওদিক ছড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। এই রঙিন ছবি সত্যিই মুগ্ধ করে।