ঘূর্ণিঝড়ে উড়ে গেল গোটা গ্রাম!

ঘূর্ণিঝড়ে উড়ে গেল গোটা গ্রাম!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ ফেব্রুয়ারী, ২০২২

প্রবল ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেল একাধিক গ্রাম! ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে বাৎসুরাই । শনিবার বিকেলে মাদাগাস্কারে এই সাইক্লোনের গতি ছিল ঘন্টায় ২৩৫ কিলোমিটার! ১০ জন মারা গিয়েছে। আর ৫০ হাজারের বেশি মানুষকে এখনও পাওয়া যায়নি! বিবিসি-র দেওয়া রিপোর্ট, মৃতের সংখ্যা অগুণতি হবে। গোটা গ্রামই ধ্বংস হয়ে গিয়েছে। গত দু’সপ্তাহে মাদাস্কারের ওপর দিয়ে দু’টো ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে। প্রথমে আনা। যার ধাক্কায় ৫৫ জন মারা গিয়েছিল। তারপর বাৎসুরাই। শনিবার বিকেল নাগাদ মাদাগাস্কারের দক্ষিণ-পূর্বের শহর মানানজারিতে আছড়ে পরে এই ঘূর্ণিঝড়। সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যায় শহরটি। গত দু’দিন ধরে বিদ্যুৎ নেই। চার্চ, স্কুলগুলোতে বিপর্যস্ত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। দেশের পরিবেশমন্ত্রী জানিয়েছেন, গ্রামগুলো ধ্বংস হওয়ার পর এখনও জানা যায়নি গ্রামের মানুষরা কোথায়, কীভাবে রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে হাজার হাজার মানুষের অধিকাংশই প্রাণ হারিয়েছেন। পূর্ব উপকূলে মাহানোরো শহরে সমুদ্রের উচ্চতা এত বেড়ে গিয়েছিল যে, তার জল উপকূলে থাকা একটি পাহাড়ের মাথায় উঠে যায়! পাহাড়ের ওপরে থাকা কবরস্থানে তখন তার মেয়ে ও স্বামীর কফিনের সামনে ফুল দিচ্ছিলেন ৫৪ বছরের এক মহিলা মেরি ভিভিয়েন। সমুদ্রের জল আর বাৎসুরাই সেই কফিন ভেঙে চুরমার করে দিল। ভিভিয়েনের আবার দেখা হয়ে গেল তার স্বামী আর মেয়ের মৃতদেহ দু’টিকে!