চাঁদের অন্ধকার অংশের ছবি পাঠালোরোভার

চাঁদের অন্ধকার অংশের ছবি পাঠালোরোভার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ মার্চ, ২০২২

চাঁদের দূরবর্তী অংশ ) যাকে অনেকে চাঁদের  অন্ধকারাচ্ছন্ন অঞ্চলও বলে থাকেন। এই অংশ কেমন দেখতে, সেখানে কী রয়েছে তা নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এবার চাঁদের এই দূরবর্তী অংশে ছবি প্রকাশ করেছে চিনের Yutu 2 রোভার। প্রায় তিন বছর ধরে চিনের এই রোভার চাঁদের পৃষ্ঠদেশে রয়েছে। চাঁদের ওই দূরবর্তী অংশে বায়ুহীন রুক্ষ পরিবেশের ছবি পাঠিয়েছে চিনের Yutu 2 রোভার। আসলে পৃথিবী থেকে চাঁদের এই অংশ কখনই দেখা যায় না। তাই সেখানকার পরিবেশ চাক্ষুষ করার সুযোগ ছিল না জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। শেষ পর্যন্ত পৃথিবী থেকে আড়ালে থাকা বা লুকিয়ে থাকা চাঁদের এই দূরবর্তী অংশের ছবি প্রকাশ করেছে চিনের Yutu 2 রোভার।
জোয়ারের জন্য চাঁদের একটি দিকই পৃথিবীর দিক থেকে দৃশ্যমান। সবসময়ই ওই অংশ দেখা যায়। আর চন্দ্রপৃষ্ঠের অন্য অংশ দেখা যায় না। ফলে এই অংশে পর্যবেক্ষণ চালানোর জন্য আগামী দিনে নভশ্চরদের পাঠানোর পরিকল্পনা রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের। চাঁদের এই দূরবর্তী বা লুকিয়ে, আড়ালে থাকা অংশ নিয়ে অনেকদিন ধরেই আগ্রহ রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মনে। এবার তা পূরণের লক্ষ্যেই এগোতে চান তাঁরা। চাঁদের দূরবর্তী অংশে ম্যান মিশনের পরিকল্পনা করা হচ্ছে। চিনের Yutu 2 রোভার চাঁদের এই দূরবর্তী বা আড়ালে থাকা এই অংশের ছবিই এবার প্রকাশিত হয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জানুয়ারি মাসে চন্দ্রপৃষ্ঠের ওই অংশের উপর দিয়ে ভ্রমণ করেছিল চিনের Yutu 2 রোভার। সেখানেই একটি নতুন গহ্বর cornucopia আবিষ্কার করেছে চিনের ওই রোভার। চিনের Chang’e-4 মিশনে এই Yutu 2 রোভার পাঠানো হয়েছিল চাঁদের বুকে, বলা ভাল চাঁদের ওই আড়ালে থাকা অংশ। ২০১৯ সালে পাঠানো হয়েছিল এই রোভার।