চাঁদের চলমান গঠনপ্রক্রিয়া

চাঁদের চলমান গঠনপ্রক্রিয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাম্প্রতিক কিছু আবিষ্কার চাঁদের গঠনপ্রক্রিয়ার ইতিহাস সম্পর্কে আমাদের পুরোনো ধারণাকে কাঁপিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা আগে বিশ্বাস করতেন যে চাঁদের পৃষ্ঠের বেশিরভাগ কার্যকলাপ কোটি কোটি বছর আগে ঘটেছিল। নতুন গবেষণায় প্রকাশ পেয়েছে যে চাঁদের পৃষ্ঠর গঠনপ্রক্রিয়া সম্ভবত এর চেয়ে অনেক গতিশীল। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক ভূতত্ত্ববিদ এবং স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন -এর দুই গবেষক সহ একটি গবেষণা দল আবিষ্কার করেছে যে চাঁদের দূরের দিকের ছোট ছোট শৈলশিরাগুলির বয়স কাছের দিকের শৈলশিরাগুলির চেয়ে কম। ২১ জানুয়ারি ২০২৫ -এ দ্য প্ল্যানেটারি সায়েন্স জার্নালে প্রকাশিত তাঁদের গবেষণাপত্রটি থেকে জানা যায় যে এই শৈলশিরাগুলি গত ২০ কোটি বছরের মধ্যে গঠিত হয়েছে, যা আগেকার ধারণার তুলনায় বেশ সাম্প্রতিক। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারী গবেষক জ্যাকলিন ক্লার্ক বলেছেন, “আমরা দেখতে পাচ্ছি যে এই ভূমিগঠন প্রক্রিয়াগুলি গত দশ লক্ষ বছর ধরে সক্রিয় ছিল এবং সম্ভবত এখনও সক্রিয়।” উন্নত মানচিত্রায়ণ এবং মডেলিং কৌশল ব্যবহার করে, গবেষকদের দলটি চাঁদের দূরের দিকের আগে-অজানা ২৬৬টি ছোট শৈলশিরা সনাক্ত করেছেন । এই শৈলশিরাগুলি, আগ্নেয়গিরিযুক্ত অঞ্চলে পাওয়া গেছে। সম্ভবত ৩২ থেকে ৩৬ লক্ষ বছর আগে এগুলি গঠিত হয়েছিল। সেখানে সম্ভবত অন্তর্নিহিত দুর্বলতাযুক্ত সংকীর্ণ এলাকা ছিল। এই শৈলশিরাগুলির বয়স নির্ধারণ করতে, গবেষকরা ক্রেটার (গ হ্ব র ) গণনা নামক পদ্ধতি ব্যবহার করেছিলেন। শৈলশিরাগুলির চারপাশের গহ্বরগুলি গণনা করে তাঁরা দেখেন, কিছু কিছু শৈলশিরা গহ্বরগুলির মধ্য দিয়ে কেটে গেছে। এ থেকে তারা উপসংহারে পৌঁছেছেন যে এই ভূমির গঠনপ্রক্রিয়াগুলি গত ১৬ কোটি বছরের মধ্যবর্তী সময়ে সক্রিয় ছিল। অদ্ভুতভাবে, দূরের দিকের শৈলশিরাগুলি চাঁদের কাছের দিকের শৈলশিরাগুলির সাথে কাঠামোগতভাবে সাদৃশ্যপূর্ণ। যার অর্থ, উভয়েই একই শক্তির ক্রিয়ায় তৈরি হয়েছিল, সম্ভবত চাঁদের ধীরে ধীরে সংকুচিত হওয়া এবং কক্ষপথ পরিবর্তনের কারণে। অ্যাপোলো মিশনগুলি কয়েক দশক আগে চাঁদে অগভীর ভূমিকম্প সনাক্ত করেছিল। এই নতুন আবিষ্কারগুলি নির্দেশ করে যে ছোট ছোট শৈলশিরাগুলি অনুরূপ ভূমিকম্পের সাথে সম্পর্কিত হতে পারে। এই আবিষ্কারগুলি দীর্ঘকাল ধরে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে । আগে মনে করা হত, চাঁদ কোটি কোটি বছর ধরে গঠনগতভাবে নিষ্ক্রিয় ছিল। কিন্তু এই আবিষ্কার চাঁদের জটিল এবং চলমান ইতিহাস সম্পর্কে নতুন আলোকপাত করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − sixteen =