চাঁদের সবচেয়ে বিস্তারিত ভূ-তাত্ত্বিক মানচিত্র প্রকাশ চিনের

চাঁদের সবচেয়ে বিস্তারিত ভূ-তাত্ত্বিক মানচিত্র প্রকাশ চিনের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ জুন, ২০২২

চাঁদের একটি ভূ-তাত্ত্বিক মানচিত্র প্রকাশ করেছে চিন। এখনও পর্যন্ত এটিকে সবচেয়ে বিস্তারিত মানচিত্র বলছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। এই মানচিত্র প্রকাশের প্রকল্পের উদ্যোগ নিয়েছিল চিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-তাত্ত্বিক সংস্থাগুলো। চায়না ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেস, চাইনিজ অ্যাকাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্স এবং শানডং ইউনিভার্সিটির সঙ্গে চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের জিওকেমিষ্ট্রি ইনস্টিটিউটের গবেষকরাও যুক্ত ছিলেন এই ভূ-তাত্ত্বিক মানচিত্র প্রকাশের কাজে। এর আগে ২০২০-তে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে আস্ট্রো-জিওলজি সায়েন্স সেন্টার চাঁদের মানচিত্র তৈরি করেছিল। কিন্তু তার স্কেল ছিল ১ঃ ৫০০,০০০। চিনের তৈরি চাঁদের মানচিত্র তৈরি হয়েছে ১:২,৫০০,০০ স্কেলে। এই মানচিত্রে রয়েছে ২৩৪১টি ইমপ্যাক্ট ক্রেটার, ১৭ রকমের পাথর, ৪১টি ইমপ্যাক্ট বেসিন এবং ১৪টি বিভিন্ন ধরণের কাঠামো। চাঁদের এই বিস্তারিত মানচিত্র ৩০-মে-র সায়েন্স বুলেটিনে প্রকাশিত হয়েছে।