চাঁদে জল : এবার দাবি চীনা ল্যান্ডারের

চাঁদে জল : এবার দাবি চীনা ল্যান্ডারের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ জুন, ২০২২

চাঁদের অন্ধকার অংশে জমাট বাধা অবস্থায় হাইড্রেটেড পাথরের মধ্যে রয়েছে জল- ভারতের চন্দ্রযান ১ আগেই বলেছিল একথা। এবার চীনের লুনার ল্যাণ্ডার ‘চ্যাং ই ৫’ চাঁদে জলের সন্ধান পেয়েছে। এবং চিনা ল্যান্ডার জলের উৎসের সন্ধানও পেয়েছেন। ‘নেচার কমিউনিকেশন’ জার্নালে প্রকাশিত হয়েছে চীনের এই আবিষ্কার। এই চীনা ল্যান্ডারই প্রথম ল্যান্ডার যা চাঁদে থাকা অবস্থাতেই চাঁদের বুকে জল আবিষ্কার করেছে। ‘চ্যাং ই ৫’ চাঁদের এমন স্থানে রয়েছে যেখানে আজ অবধি কোনো ল্যান্ডার যায় নি। এই ল্যান্ডারটি রয়েছে চাঁদের ওসিনাস প্রসিলারাম বা ঝড়ের মহাসাগরে রয়েছে। চীনা ল্যাণ্ডারটির সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে চাঁদে জল হাইড্রক্সিল গ্রুপের আকারে রয়েছে। ওসিনাস প্রসিলারাম এ হাইড্রক্সিল এর পরিমাণ প্রতি মিলিয়ানে প্রায় ৩০ শতাংশ। চ্যাং ই ৬ এবং চ্যাং ই ৭ দুটি ল্যাণ্ডার পাঠানো হবে আগামী দিনে। পাঠাবে চীনা মহাকাশ গবেষণা সংস্থা। এ সম্পর্কে আরো বিস্তারিত গবেষণা করবে।