চাঁদে জাপানি ল্যান্ডারের ধ্বংসাবশেষ খুঁজে পেল নাসা

চাঁদে জাপানি ল্যান্ডারের ধ্বংসাবশেষ খুঁজে পেল নাসা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৭ মে, ২০২৩

নাসার ‘লুনার রিকনেসেন্স অরবিটার’ বা সংক্ষেপে এলআরও চাঁদের মাটিতে জাপানি ল্যান্ডারের ভাঙা টুকরোর সন্ধান পেল। জাপানের হাকুতো-আর মিশন সম্পূর্ণ হওয়ার কথা ছিল এপ্রিল মাসেই। কিন্তু বেসরকারি উদ্যোগে চাঁদে যেতে গিয়েই বিপত্তি ঘটলো। নাসার তরফে অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের ২৬ তারিখে অবতরণের সময় কোনও গোলযোগের কারণেই হয়তো ভেঙে পড়েছে হাকুতো ল্যান্ডারটা।
চাঁদে মহাকাশযান পাঠানোর জন্য প্রথম বিশ্বের কয়েকটা দেশ বাণিজ্যিক সংস্থার সাহায্যও নেয়। তেমনই এক সংস্থা হল ‘আইস্পেস’। ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটা রকেটে করে আইস্পেসের তত্ত্বাবধানে ওই জাপানি ল্যান্ডার চাঁদে পাড়ি দিয়েছিল গত বছরের ১১ই ডিসেম্বর। কিন্তু চাঁদের মাটিতে পা রাখা আর হল না।
সম্প্রতি নাসার তরফ থেকে এলআরও-র তোলা কিছু আলোকচিত্র সামনে আনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাকুতো ল্যান্ডারের অবতরণের জায়গাতে হঠাৎ কিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন যে ওই জাপানি চন্দ্রযানের ভাঙা টুকরোর জন্যে সেটাও মোটামুটি নিশ্চিত করেছেন নাসার আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =