চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু করেছে জাপান। সেই সঙ্গে মঙ্গলেও অভিযান শুরু করবে তারা। ২০২১ সাল জুড়ে চাঁদ এবং মঙ্গলগ্রহ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের উৎসাহের পারদ ক্রমশ চড়েছে। রাশিয়া এবং আমেরিকার পর চিন ইতিমধ্যেই মঙ্গলগ্রহে অভিযান করেছে। এবার পালা জাপানের। শোনা যাচ্ছে, ২০২৪ সালে মঙ্গল অভিযান শুরু করতে পারে জাপান। এর পাশাপাশি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের মানব অভিযানের পরিকল্পনা রয়েছে এই দেশের। ২০২২ সালের শেষভাগে চাঁদে নভশ্চর পাঠাতে পারে জাপান। এই পাশাপাশি মহাকাশে সৌর বিদ্যুৎ উৎপাদনের উপায় খুঁজে বের করার চেষ্টাও চালাচ্ছে জাপান। অন্যদিকে চাঁদে জাপানের মানব অভিযান করার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই অভিযানের মাধ্যমে আর্টেমিস প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে প্রথম অ-আমেরিকান অর্থাৎ মার্কিন নয়, এমন কাউকে চাঁদে অবতরণ করানো হবে। অনুমান, এই নভশ্চর নিঃসন্দেহে জাপানিই হবেন। আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য হল চাঁদে সঠিক ভাবে পর্যবেক্ষণের পর সফলভাবে নভশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনা।