চাকা যুক্ত কচ্ছপ

চাকা যুক্ত কচ্ছপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৮ আগষ্ট, ২০২২

কচ্ছপের বাতিল পায়ের স্থানে অস্ত্রপচার করে লাগানো হলো চাকা। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ওয়ারিংটনে ঘটেছে এমন ঘটনা। ওয়ারিংটনের ম্যাকনিকোলস পরিবারের দুটি পোষা কচ্ছপের একটি কচ্ছপের এমন অস্ত্রপচার করা হয়েছে। ঐ কচ্ছপটি কিছু দিন আগে বাড়ির বাইরে বাগানের দিকে চলে যায়। পরে পরিবারের পোষা কুকুর ক্ষতবিক্ষত অবস্থায় কচ্ছপটিকে উদ্ধার করে বাড়ির পিছনের বাগান থেকে। দেখা যায় কচ্ছপের সামনের দুটি পা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আহত কচ্ছপকে পশুচিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান সম্ভবত মেঠো ইঁদুরের আক্রমণেই এমনটা ঘটেছে। অস্ত্রোপচার করে কচ্ছপ্টির দুটি পা প্রথমে বাদ দেওয়া হয়। কিন্তু কচ্ছপটি অকেজো হয়ে যাক চাননি পরিবার। তাই পরে বাতিল পায়ের স্থানে লাগিয়ে দেওয়া হয়েছে চাকা। এবং তাতে বেড়ে গেছে