বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ অক্টোবর, ২০২১
চিকিৎসাবিজ্ঞানে ২০২১ সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপৌটিয়ান। তাপ ও স্পর্শের জন্যে ক্রিয়াশীল রিসেপটর আবিস্কারের জন্যে এবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন তাঁরা। পৃথক পৃথক তাপমাত্রার ক্ষেত্রে স্পর্শানুভূতির জন্য আলাদা আলাদা রিসেপটর কাজ করে – আবিষ্কারের মুখ্য বিষয়বস্তু এই। মুখ্যত তাঁরা গরম, ঠান্ডা বা যান্ত্রিক শক্তি যা ত্বক দ্বারা অনুভূত হয়, সেই অনুভবের আনবিক ভিত্তিকেই ব্যাখ্যা করেছেন। ডেভিড ৬৫ বছর বয়সী জন্মসূত্রে মার্কিন এবং কর্মক্ষেত্র ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। আর্ডেম জন্মসূত্রে আর্মেনিয়ান (লেবানন দেশের), ৫৩ বছর বয়সী, আর্মেনিয়ান-মার্কিন আনবিক জীববিজ্ঞানী।