মার্কিন যুক্তরাষ্ট্রের পর চিন দ্বিতীয় দেশ যে মঙ্গলে অভিযান চালিয়েছিল, গত মে মাসে। এবার নজরদারি বজায় রাখার জন্য চিন তৈরি করল মিনি-হেলিকপ্টার! এই হেলিকপ্টারটি রোবোটিক, নাসার তৈরি করা ইনজেনুইটির মতো। চিনের স্পেস এজেন্সি জানিয়েছে, অদূর ভবিষ্যতে মঙ্গলে এই হেলিকপ্টার নানারকমের পর্যবেক্ষণ ও গবেষণা সংক্রান্ত কাজে মহাকাশচারীদের ও গবেষকদের সহায়তা করবে। চিনের এই হেলিকপ্টারে রয়েছে চারটি পা, দু’টো রটার ব্লেড, একটি সেন্সর ও ক্যামেরা। কিন্তু নাসার হেলিকপ্টারের মতো এই হেলিকপ্টারে কোনও সোলার প্যানেল নেই। গত এপ্রিলে, মঙ্গলে পা রাখার পর থেকে নাসার তৈরি হেলিকপ্টার এখনও পর্যন্ত ১০ বার মঙ্গলে গিয়েছে, গ্রহের পৃষ্ঠের ওপর ২ কিলোমিটারের বেশি দূরত্বের অঞ্চলে পর্যবেক্ষণও করেছে। হেলিকপ্টারদের কাছে মঙ্গলে যাওয়া এবং ঘোরার একটাই চ্যালেঞ্জ। তা হল, মঙ্গলের বায়ুমন্ডল ভীষণ পাতলা। পৃথিবীর ঘনত্বের মাত্র এক শতাংশ। তাই মঙ্গলে আকাশে উড়তে এরোডায়নামিক লিফট পাওয়া কঠিন হয়ে যায়। সেই কারণে নাসার তৈরি রোবোটিক হেলিকপ্টারে চারটি রটার ব্লেড লাগানো হয়েছে। মঙ্গলে মহাকাশচারীসহ উপগ্রহ নামানোর পরিকল্পনা চিন করেছে ২০৩৩-এ।