বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ সেপ্টেম্বর, ২০২১
রাস্তায় খুব জ্যাম? গাড়িতে বসে ভাবছেন কীভাবে গন্তব্যস্থলে সময়ে পৌঁছবেন? উড়ে চলে যান প্লেনের মত! অনেক কম সময়ে পৌঁছে যাবেন। চিন সেই পথেই এগোচ্ছে! ২০২৪-এ-ই এই দৃশ্য দেখা যেতে পারে বেজিংয়ের রাস্তায়! জেপেং হেইটেক একটি গাড়ি নির্মাতা সংস্থা। ২০১৩-তে তৈরি হয়েছিল কোম্পানিটি। কর্মীর সংখ্যা ছিল ৪০০, বছরের শেষে সেটা বেড়ে হবে ৭০০। সেই কোম্পানি তৈরি করছে ফ্লাইং কার! এখনও পর্যন্ত জানা গিয়েছে, গাড়িটিতে একবার ব্যাটারি রিচার্জ করলে রাস্তায় ৬০০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। কিন্তু সংস্থাটি এখনও পর্যন্ত জানায়নি যে, কতোটা দূরত্ব পর্যন্ত এই গাড়ি উড়ে যাবে। তেরাফুজিয়া নামের আরও একটি গাড়ি নির্মাতা কোম্পানি একইভাবে ফ্লাইং কার তৈরি করার চেষ্টা করছে। উহানে তারা একটি বিরাট কারখানাও বানিয়েছে এর জন্য। ভবিষ্যতে ভোক্সওয়াগনও ফ্লাইং-কার তৈরি করতে পারে চিনে।