চিপ তৈরির দিকে ঝুঁকছে ভারত

চিপ তৈরির দিকে ঝুঁকছে ভারত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুলাই, ২০২৩

প্রযুক্তিই ভবিষ্যত। তাই সেই ভাবনা নিয়ে দেশের কেন্দ্রীয় সরকার এবার চিপ শিল্পের দিকে ঝুঁকছে। তাইওয়ানের ফক্সকনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতের কোম্পানি বেদান্ত। তাদের যৌথ প্রোজেক্টে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। লগ্নি করছে ৭ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, এই শিল্পের পর এবার সেমি-কনডাক্টর চিপ শিল্পেও বিনিয়োগ করবে সরকার। বেদান্ত ও ফক্সকনের উদ্যোগে যে সেমি-কনডাক্টর চিপ তৈরি হচ্ছে সেটা কাগজের একটা টুকরোর মত। এই প্রোজেক্টে ৪০ শতাংশ অংশীদার ফক্সকন। জানা গিয়েছে তাইওয়ানের প্রথম সারির চিপ নির্মাতা সংস্থা বিনিয়োগ করবে ১১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে বেদান্ত প্রথমবার সেমি-কনডাক্টর শিল্পে পা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =