চোরাশিকারে বিলুপ্তির পথে হেলেমেটেড হর্ণবিল

চোরাশিকারে বিলুপ্তির পথে হেলেমেটেড হর্ণবিল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ এপ্রিল, ২০২২

হাতির দাঁতের চেয়েও কয়েকগুন দামি ‘রেড আইভরি’। পাখিটির নাম হেলমেটেড হর্ণবিল। এই বিপন্ন প্রজাতির পাখির গলার উপরিভাগে মাথার কাছে লাল রঙের শক্ত আবরণ থাকে। মাথাটি দেখতে এক্কেবারে হেলমেটের জন্যে। আর এই হেলমেট সদৃশ অংশ কালোবাজারে রেড আইভরি নামে পরিচিত। যার মূল্য হাতির দাঁতের চেয়েও বেশি।
রেড আইভরি থেকে মূর্তি, গয়না থেকে শুরু করে নানান ধরণের বহুমূল্য শৌখিন জিনিস তৈরি হয়। আর একারণেই এই প্রজাতির পাখি শিকার ও তারফলে আজ বিলুপ্তির পথে এই পাখি। পৃথিবীর সবচেয়ে দর্শনীয় পাখিগুলির একটি এই হেলমেটেড হর্ণবিল। এদের দেখা মেলে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং দ্বিপরাষ্ট্র বর্নিও তে। ২০১১ পরবর্তী সময়ে এই পাখির চোরাশিকার বেড়েছে বলে জানা গিয়েছে। ইন্দোনেশিয়ান হর্নবিল কনহারভেশন সোসাইটি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন এই পাখির বিলুপ্তি থেকে রক্ষার জন্যে।