ছবি পাঠিয়ে আহত জেমস ওয়েব জানাল সে কর্মক্ষম

ছবি পাঠিয়ে আহত জেমস ওয়েব জানাল সে কর্মক্ষম

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২১ জুলাই, ২০২২

সবথেকে প্রাচীন গ্যালাক্সির ছবি দেখা গেল প্রথম বার, অসম্ভবকে সম্ভব করে দেখাল জেমস ওয়েব টেলিস্কোপের লেন্স। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা একটি ছবি প্রকাশ করল নাসা। স্পেস অবজারভেটরি এখনও পর্যন্ত মানবতার দেখা প্রাচীনতম ছায়াপথের ছবি তুলে নিয়ে এসেছে। সেই ছবি যেন বিজ্ঞানীদের কাছেও অপ্রত্যাশিত ছিল। লঞ্চের প্রায় কয়েক মাস পরে এক এক করে সাফল্যের খতিয়ান তুলে ধরছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। গতকালই শোনা যায় যে, ওয়েবের একটি গুরুত্বপূর্ণ আয়না ভয়ঙ্কর ক্ষতির মুখে। এর মধ্যেই আবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা একটি দুর্ধর্ষ ছবি প্রকাশ করল নাসা। স্পেস অবজারভেটরি এখনও পর্যন্ত মানবতার দেখা প্রাচীনতম ছায়াপথের ছবি তুলে নিয়ে এসেছে। সেই ছবি যেন বিজ্ঞানীদের কাছেও অপ্রত্যাশিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =