
সম্প্রতি দক্ষিণ ইংল্যান্ডের নিউ ফরেস্টে পতঙ্গপ্রেমী তথা প্রকৃতিপ্রেমীদের উচ্ছ্বসিত করার মতো একটি ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো দেখা মিলেছে এক নতুন প্রজাতির লেডিবার্ডের, যার নাম লিটল আর্বোরিয়াল লেডিবার্ড। হলুদ রঙের গায়ে সাদা সাদা দাগওয়ালা এই সুন্দর ছোট্ট পোকাটি এতদিন কেবল ফ্রান্স ও ইউরোপ মহাদেশেই পাওয়া যেত। কিন্তু, এবারের অস্বাভাবিক গরমে তারা ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে এসে পৌঁছেছে।
ওয়াইল্ড নিউ ফরেস্টের পরিচালক ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ প্রফেসর রাসেল উইন জানান, আগে ব্রিটেনে এই লেডিবার্ডের কোনো রেকর্ড ছিল না। তাই এবার থেকে তাদের যুক্তরাজ্যের সরকারি প্রাণী তালিকায় নতুন প্রজাতি হিসেবে যুক্ত করা হবে। তিনি আরও বলেন, যদিও গরমে জলাভূমির অনেক প্রাণীর অবস্থা বেহাল হয়েছে, তবুও পোকামাকড়ের জন্য, বিশেষ করে লেডিবার্ডদের জন্য এটি ছিল ভালো বছর।
জলবায়ুর পরিবর্তনই এদের এখানে নিয়ে এসেছে। উষ্ণতা বৃদ্ধির ফলে শুধু লেডিবার্ড নয়, আরও অনেক ডানাওয়ালা পোকা, যেমন মথ ও প্রজাপতিরাও উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। নিউ ফরেস্টের বন, জলাভূমি ও হিথল্যান্ড তাদের জন্য যেন এক আদর্শ আশ্রয়স্থল। এখানকার পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজও নতুন অতিথিদের টিকে থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করছে।
এর মধ্যেই আরও কিছু সুখবর এসেছে। প্রফেসর উইন ২০ বছর পর আবার খুঁজে পেয়েছেন এক বিরল প্রজাতি – ১৩টি দাগওয়ালা লেডিবার্ড / গুবরে পোকা। এটিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে জলাভূমি পুনর্নির্মাণ প্রকল্পের কারণে। একইভাবে শুকনো এলাকায় দেখা গেছে অ্যাডোনিস লেডিবার্ড। মনে হচ্ছে নিউ ফরেস্টে লেডিবার্ডদের এক নতুন অধ্যায়ের সূচনা হল।
প্রফেসর উইন বলেন, আমরা এক প্রকার পরিবর্তনের সময়েই আছি। জলবায়ু বদলে যাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে আমাদের চারপাশের প্রাণীকুলও। তাই নতুন প্রজাতিগুলোকে সাদরে স্বাগত জানানো দরকার। কারণ ভবিষ্যতের উষ্ণ আবহাওয়ায় যারা মানিয়ে নিতে পারবে, তারাই টিকে থাকবে এবং আমাদের জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখবে।
তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন নিউ ফরেস্টের মতো প্রাকৃতিক এলাকায় বেশি সময় কাটাতে। এখানে প্রায় ২০,০০০ প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও ছত্রাক রয়েছে। তিনি বলেছেন আমরা যদি মনোযোগ দিয়ে এদের খেয়াল রাখি , তবে এরাই হয়ে উঠবে প্রকৃতির আসল রত্ন। আর আজকের এই নতুন প্রজাতিগুলোই হবে ভবিষ্যতের মূল ভরসা।
সূত্রঃ “Rare ladybird recorded in the UK for the first time” by Curtis Lancaster 14 September 2025.