ছোট্ট বাঁদরের বাঁদরামিতে জেরবার মার্কিন পুলিশ

ছোট্ট বাঁদরের বাঁদরামিতে জেরবার মার্কিন পুলিশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ আগষ্ট, ২০২২

চিড়িয়াখানা থেকে ফোন এসেছিল এমার্জেন্সি নাম্বারে। কিন্তু কেউ কিছু বলার আগেই ফোন কেটে গেল। পাল্টা ফোন করেও কোনও লাভ হল না। ক্যালিফোর্নিয়ার পুলিশ অফিসাররা ভেবেছিলেন, নিশ্চই চিড়িয়াখানার মধ্যে কেউ বিপদে পড়েছে। সেই মতোই তাঁরা গিয়ে হাজির হয়েছিলেন সেখানে। কিন্তু খোঁজ-খবর করে দেখা গেল, ‘বিপদে পড়ে’ যে ফোন করেছিল, সে আর কেউ না, চিড়িয়াখানারই ছোট্ট একটি বাঁদর!
স্যান লুইস অবিস্পো কাউন্টি শেরিফ অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার রাতেই ৯১১ নম্বরে ফোন পেয়ে অফিসাররা সটান গিয়ে হাজির হন চিড়িয়াখানায়। কিন্তু গিয়ে দেখা যায়, যাবতীয় দুষ্টুমির মূলে রয়েছে ‘রুট’ নামে একটি ক্যাপুচিন বাঁদর। চিড়িয়াখানার গল্ফ কোর্সে ব্যবহার করার একটি গাড়ির মধ্যে কেউ ফেলে গিয়েছিল মোবাইলটি। কৌতূহলী রুট সেটাকেই হাতিয়ে নিয়ে ফোন করে বসেছিল এমার্জেন্সি নম্বরে। ‘আমাদের বলা হয়েছে, ক্যাপুচিন বাঁদররা খুবই অনুসন্ধিৎসু প্রকৃতির হয়। হাতের কাছে যা কিছু থাকে, তুলে নিয়ে টেপাটিপি করতে শুরু করে এরা। সেটাই হয়েছে, শুধু নম্বরের কম্বিনেশনগুলো ঠিকঠাক হওয়াতেই আমাদের কাছে ফোন চলে এসেছিল,’ জানিয়েছে শেরিফ অফিস। রুটের বেশ কিছু ছবি দিয়ে পুরো ঘটনা নিজেদের ফেসবুকে পোস্টে শেয়ার করেছে শেরিফ অফিস। ক্যাপশনে লেখা আছে, ‘যথেষ্ট পরিমাণে বাঁদরামি দেখে ফেলেছেন অফিসাররা।’ নিজের কীর্তিতে নাকি রুট এখন বেশ বিব্রত, দাবি তাঁদের।