জমি ধ্বংস হচ্ছে, বিলুপ্ত হবে কাশ্মীরের সম্পদ!

জমি ধ্বংস হচ্ছে, বিলুপ্ত হবে কাশ্মীরের সম্পদ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মার্চ, ২০২২

কাশ্মীরের অন্যতম সম্পদ কি? জাফরান, আপেল, বাদাম। কীভাবে উৎপন্ন হয় বহুমূল্য এই শষ্যগুলি? কাড়েয়া থেকে। কাড়েয়া হচ্ছে কাশ্মীরের দক্ষিণ-পশ্চিমের সেই বিশাল অঞ্চল যেখানে রয়েছে পলিমাটির সমাহার! ওপরে হিমালয়ের পির পাজাল রেঞ্জের মালভূমির রুক্ষ পাথর। আর তার নীচে ১৩ থেকে ১৮ হাজার মিটার গভীর পর্যন্ত জমা আছে পলিমাটি, এমনকী তার ওপরের আস্তরণে কাদামাটি এবং বালির অংশও পাওয়া যায়! এই পলিমাটিতেই চাষ হওয়া জাফরান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়েছে ২০২০-তে জি.আই ট্যাগ পেয়ে। যে জাফরানের লম্বা ও মোটা দানা, ঘন লাল রঙ এবং মুগ্ধ করা গন্ধ সম্মোহিত করে দেয় ক্রেতাকে। সেই কাড়েয়া অঞ্চলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিশাল বিশাল ক্রেনের সহায়তায় কাড়েয়া অঞ্চলে মাটি খুঁড়ে পলিমাটি ফেলে দেওয়া হচ্ছে! কারণ তৈরি হবে শ্রীনগর রিং রোড! এর আগে ১৯৯৫ থেকে ২০০৫-এই ১০ বছরে পুলওয়ামা, বুদগাম ও বারামুল্লায় বিশাল কাড়েয়া অঞ্চল ধ্বংস করে তৈরি করা হয়েছিল ১২৫ কিলোমিটার দীর্ঘ কাজিগঞ্জ-বারামুল্লা রেললাইন। এবার পাট্টান গ্রামের কাড়েয়া অঞ্চল ধ্বংস করা হছে। শ্রীনগর রিং রোডের ৫৮ কিলোমিটার রাস্তা তৈরির জন্য। তার দু-ধার দিয়ে তৈরি হবে সরকারি অফিস, বিলাসবহুল হোটেল, আরও অনেককিছু।
পশ্চিমবঙ্গের মত কাশ্মীরেও ঢুকে পড়ল প্রোমোটিং শিল্প! বিলুপ্ত হবে জাফরান, বাদাম আর আপেল। হারিয়ে যাবে কাশ্মীরের অন্যতম প্রাকৃতিক সম্পদ! কাশ্মীরের প্রশাসনের হয়ত কিছুই যায় আসবে না তাতে!