জলপ্রপাতের জল উর্ধ্বমুখী!

জলপ্রপাতের জল উর্ধ্বমুখী!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৩ জুলাই, ২০২২

একে বলা হয় রহস্যময় জলপ্রপাত! কারণ এই জলপ্রপাতের জল সারা পৃথিবীর জলপ্রপাতের মত ওপর থেকে নীচে পড়ে না! এর মুখ বিপরীতগামী! নীচ থেকে ওপরে বইছে এই জলপ্রপাতের জল। মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা ও কোঙ্কন উপকূলের মধ্যে একটি শহর নানেঘাট। সেখানে প্রাচীন এক অঞ্চল জুন্নারে দেখা গিয়েছে এই জলপ্রপাতের। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা টুইটারে এই জলপ্রপাতের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘হাওয়ার গতিবেগ মাধ্যাকর্ষণ শক্তির সমান বা বেশি হলে এই ধরণের ঘটনা ঘটে। মানে, ওই জলপ্রপাতের জলও নিম্নমুখীই। কিন্তু বর্ষার সময় সেখানে হাওয়ার গতিবেগ এত তীব্র যে জল নীচের দিকে না গিয়ে ওপরের দিকে যাচ্ছে। তার ফলে সৃষ্টি হয়েছে উর্ধ্বমুখী জলপ্রপাতের।!