২০২৩ সালে সেপ্টেম্বর মাসে গ্রিনল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল, ডিকসন ফজর্ডেতে এক বিশাল ভূমিধসের কারণে একটি ২০০ মিটার উচ্চতার মেগা সুনামি সৃষ্টি করেছিল যা দীর্ঘ নয় দিনের জন্য বিশ্বব্যাপী কম্পন সৃষ্টি করেছিল। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে হিমবাহ গলে যাওয়া এবং ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সায়েন্স জার্নালে প্রকাশিত এই অধ্যয়নের গবেষকদের ধারণা বিশাল জলোচ্ছ্বাসের কারণ সম্ভবত রহস্যময়, সিসমিক সিগন্যাল যা নয় দিন ধরে চলেছিল এবং সিসমোলজিস্টদের বিভ্রান্ত করেছিল।
প্রাথমিক ঘটনাটির সূত্রপাত ঘটে যখন ১.২ কিমি উচ্চ পর্বতশৃঙ্গ তার তলদেশের ডিকসন ফজর্ডে ভেঙে পড়ে যার ফলে জল ২০০ মিটার উচ্চতার একটি তরঙ্গ সৃষ্টি হয়। ঢেউটি ফজর্ডেতে আটকে পড়ে এবং বেশ কিছু সময়ের জন্য সামনে পিছনে দোলা খেতে থাকে। বন্দি ওই তরঙ্গের কারণে সিসমিক শক তৈরি হয়। গবেষকরা গণনা করেছেন এই তরঙ্গ, ফজর্ডের ১০ কিমি জুড়ে বিস্তৃত ছিল এবং কয়েক মিনিটের মধ্যে তরঙ্গ সাত মিটারে নেমে আসে, এবং কয়েক দিন পরে কয়েক সেন্টিমিটারে নেমে আসে। গবেষকরা বলেছেন পাহাড়ের পাদদেশে হিমবাহ পাতলা হওয়ার ফলে ভূমিধস ঘটেছিল। তা উপরের পাহাড়ের ভার ধরে রাখতে অক্ষম হয়ে পড়ে। পূর্ব গ্রিনল্যান্ডে এই প্রথম ভূমিধস এবং সুনামি দেখা যায়। এই রহস্যময় সিসমিক সিগন্যাল যা পৃথিবীর ভূত্বকের মধ্য দিয়ে একটি কম্পন থেকে সৃষ্ট, আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত সারা বিশ্বে সিসমোমিটার দ্বারা শনাক্ত করা হয়েছিল। তবে তা ভূমিকম্পের রেকর্ডিং থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ এতে কেবলমাত্র একটি একক কম্পাঙ্ক দেখা গেছে। গবেষকদের মতে যখন তারা এর কারণ অনুসন্ধান শুরু করেন তখন সবাই হতবাক হয়ে গিয়েছিলেন এবং এই সিসমিক সংকেতটি কী কারণে হয়েছিল তার কোনো ধারণা ছিল না। তারা শুধু জানতেন ভূমিধসের সঙ্গে এর যোগসূত্র ছিল। তারপর তারা একট বিশাল আন্তঃবিভাগীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই রহস্যের সমাধান করেন। গবেষক দলের অনুমান ২৫ মিলিয়ন ঘনমিটার শিলা এবং বরফ ফজর্ডেতে ভেঙে পড়ে। এবং সুনামিটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড়ো আকার ধারণ করে। অধ্যয়নের উপসংহারে গবেষকরা বলেন জলবায়ু পরিবর্তন দ্রুত ত্বরান্বিত হওয়ার সাথে, পূর্বে স্থিতিশীল বলে বিবেচিত অঞ্চলগুলো চিহ্নিত করা এবং পর্যবেক্ষণ করা প্রয়োজন এবং এই ধরনের ঘটনার প্রাথমিক সতর্কতা প্রদান করা আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ।