জলবায়ু পরিবর্তনের শিকার হবে গ্রেট টিট?

জলবায়ু পরিবর্তনের শিকার হবে গ্রেট টিট?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জুলাই, ২০২৩

অন্যান্য প্রাণীদের মতো পাখিদেরও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু বিবর্তন খুব ধীর প্রক্রিয়া। নেদারল্যান্ডস ইন্সটিটিউট অফ ইকোলজি (NIOO-KNAW) – এর এক দল গবেষক জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে পাখিদের ভবিষ্যৎ সম্পর্কে এক ঝলক দেখার জন্য গ্রেট টিট পাখি নিয়ে পরীক্ষা করেছেন। কারণ যেকোনো প্রাণীকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জলবায়ু পরিবর্তনের সাথে নিজেকে অভিযোজিত করতে হবে। গবেষকরা তাড়াতাড়ি ডিম পাড়ে আর দেরিতে ডিম পাড়ে এরকম দুধরনের গ্রেট টিট পাখির প্রজাতির ডিম কৃত্রিমভাবে বেছে নিয়ে ডি হোগে ভেলুই জাতীয় উদ্যানে নিয়ে গিয়ে গ্রেট টিটের ডিম থেকে পাখির ছানা ফুটিয়েছেন। দেখেছেন বসন্তের শুরুতে ডিম পাড়ে, এমন পাখিরা বুনো টিটের বিশেষ আগে ডিম পাড়েনি, আর বসন্তের শেষে ডিম পাড়ে এরকম প্রজাতিরা বেশ দেরিতে ডিম পেড়েছে।
তারা দেখেছেন, জলবায়ু পরিবর্তন পতঙ্গভুক পাখি গ্রেট টিটকে পরিবেশগত সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। তাদের ডিম ফুটে ছানা বের হওয়ার সময় আর বনের শুঁয়োপোকার বৃদ্ধি যখন শিখরে পৌঁছয় তার সাথে মেলে না। ফলে তাদের বাচ্চারা সবচেয়ে পুষ্টিকর প্রোটিন সহ বড়ো বড়ো, রসালো শুঁয়োপোকা খেতে পারেনা। আর এর ফলে গ্রেট টিট বাস্তুতন্ত্রের সমস্যার শিকার হবে। প্রথমদিকে কিছু পাখি নান কারণে মারা গেলে বাকি পাখিদের খাদ্যের অভাব হবে না, কিন্তু ধীরে ধীরে তারা খাদ্য সমস্যায় ভুগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nine =