জলবায়ু পরিবর্তনে মুছে যাচ্ছে প্রাগৈতিহাসিক গুহাচিত্র

জলবায়ু পরিবর্তনে মুছে যাচ্ছে প্রাগৈতিহাসিক গুহাচিত্র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ এপ্রিল, ২০২২

প্রাগৈতিহাসিক, প্রাচীন শিলাচিত্র ধীরে ধীরে ক্ষয় হয়ে যাছে ক্রমাগত জলবায়ু পরিবর্তনে। জানা গিয়েছে সাম্প্রতিক এক গবেষণায়। ইন্দোনেশিয়ার বেশ কিছু গুহার প্রাচীন প্রস্তরচিত্র এবং শিলার বিশ্লেষণ করতে গিয়ে এই ছবি ধরা পড়েছে গবেষকদের পর্যবেক্ষণে। অস্ট্রেলিয়াতেও ১১টি প্রত্নতাত্ত্বিক স্থানে গবেষণা চালিয়েছিলেন পৃথক একটি গবেষক দল। তাঁদের রিপোর্টেও উঠে আসছে এই একই তথ্য।
গবেষকরা জানাচ্ছেন, প্রস্তরচিত্রের ক্ষয়ীভবনের জন্য দায়ী অন্যতম দুটি উপাদান হল লবণ এবং স্ফটিক। গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের জেরে যত গড় তাপমাত্রা বাড়ছে পৃথিবীর, ততই মাটি শুকিয়ে জন্ম নিচ্ছে ধূলিকণা। বাতাসে মিশছে খনিজ লবণ। বায়ুবাহিত হয়ে এই লবণই গিয়ে জমা হচ্ছে প্রাচীন গুহাগুলির দেওয়ালে। তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে খনিজ লবণের এই আস্তরণও সংকুচিত-প্রসারিত হয়। ফলে, তাদের সঙ্গেই খসে পড়ে গুহার পাথরের ছোটো ছোটো টুকরো। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, তাপমাত্রারও দ্রুত বদল হয়ে চলেছে। তার জন্য গুহাচিত্রের মূল উপাদান অর্থাৎ প্রাকৃতিক রংগুলিও ক্ষয় পাচ্ছে দ্রুত। জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় বদলে যাচ্ছে গুহাচিত্রের আসল রং-ও। এভাবেই চলতে থাকলে আর কয়েক দশকের মধ্যেই হয়তো মুছে যেতে পারে মানুষের পূর্বপুরুষদের শেষ চিহ্নটুকুও।